নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio বৃহস্পতিবার ঘোষণা করে Trai-এর IUC চার্জ তুলে দেওয়ার জন্য আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে তাদের প্রতিটি গ্রাহক যে কোন নেটওয়ার্কে Unlimited ভয়েস কল করতে পারবেন। এবার থেকে আর কোনো মিনিটের বাধ্যবাধকতা থাকছে না। আর এই খুশির খবরে উৎফুল্ল Jio গ্রাহকরা।
তবে এই আনন্দের পাশাপাশি উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। যেগুলির মধ্যে অন্যতম হলো যে সকল গ্রাহকদের আগেই কোন প্ল্যান রিচার্জ করা রয়েছে তারা কি আগামীকাল থেকেই আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন?
এই প্রশ্ন উঠে আসার সব থেকে বড় কারণ হল, যখন Jio নির্দিষ্ট মিনিটের পর অন্য নেটওয়ার্কে কল করার জন্য চার্জ বসায় তখন তারা ঘোষণা করেছিল যদি কেউ আগে রিচার্জ করে থাকেন তাহলে সেই রিচার্জের ভ্যালিডিটি যতদিন থাকবে ততদিন তিনি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন।
খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের প্রতিনিধি Jio-র একাধিক প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। আর তাদের থেকে উত্তর পাওয়ার পর সুনিশ্চিত ভাবে জানা যায় যে, আগামীকাল অর্থাৎ ১লা জানুয়ারি থেকে প্রতিটি গ্রাহক আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন।
অর্থাৎ যদি কোন Jio গ্রাহকের আগে থেকেই কোন প্ল্যান রিচার্জ করা থাকে তাহলেও তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। জিওর তরফ থেকে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ফিরিয়ে আনার পর ইতিমধ্যেই আরও চাপে পড়তে শুরু করেছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। এমনটাই মনে করছেন টেলি বিশেষজ্ঞরা।