নতুন বছরে BSNL-এর নতুন ৪টি রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুরাতন বছরকে বিদায় দিয়ে আপামর বিশ্ববাসী নতুন বছরকে বরণ করে নিয়েছেন। আর এই নতুন বছরে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা নতুন নতুন অফার দিয়ে থাকে। ঠিক তেমনই ভারতের রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো ৪টি নতুন রিচার্জ প্ল্যান। যেগুলিতে থাকছে আনলিমিটেড কল এবং ইন্টারনেট সুবিধা।

Advertisements

১) ৪৪৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে SMS এবং BSNL TUNES ও Zing সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৯০ দিন।

Advertisements

২) ৫৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৫ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে SMS এবং BSNL TUNES ও Zing সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন।

Advertisements

৩) ৬৬৬ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে SMS এবং BSNL TUNES ও Zing সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১২০ দিন।

৯৯৮ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৪০ দিন। এই রিচার্জ প্ল্যানে কোনোরকম ভয়েস কল অথবা SMS-এর সুবিধা থাকছে না।

এছাড়াও গ্রাহকদের সুবিধা অনুযায়ী আরও একাধিক রিচার্জ প্ল্যান সম্প্রতি আনা হয়েছে BSNL-এর তরফ থেকে।

সম্প্রতি দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে ধীরে ধীরে প্রতিযোগিতায় নামতে শুরু করেছে। এছাড়াও Trai-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, BSNL সম্প্রতি কয়েক লক্ষ গ্রাহক অন্যান্য টেলিকম সংস্থা থেকে নিজেদের নেটওয়ার্কে আনতে সক্ষম হয়েছে।

Advertisements