অমরনাথ দত্ত : কখনো রুপোর পাঁচন, কখনো আবার পিতলের গরু, লাঙল, জোয়ান, কখনো আবার নতুন কিছু। আর এসবের পর নতুন বছরের প্রথম দিনেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অর্থাৎ তৃণমূল কর্মীদের আদরের কেষ্ট দাকে তার অনুরাগীরা উপহার স্বরূপ মাথায় পরিয়ে দিলেন রুপোর মুকুট।
পয়লা জানুয়ারির দিন নানুরের বাসা পাড়ায় মিলন মেলা অনুষ্ঠানে তৃণমূল নেতা কেরিম খানের নেতৃত্বে এই রুপোর মুকুট পরিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলের মাথায়। আর মাথায় মুকুট পেয়েই অনুব্রত মণ্ডল স্বমহিমায় জানিয়ে দিলেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে এই মুকুটের মর্যাদা থাকবে। ১০০% থাকবে।’
রুপোর মুকুট উপহার দেওয়ার পর কেরিম খান জানান, “উনাকে আমরা শ্রদ্ধা করি। প্রতিবছর মিলন মেলায় উনাকে কিছু না কিছু উপহার দিই। সেইমতো এই বছর এই রুপোর মুকুট উপহার দেওয়া হল। আগেকার দিনের রাজারা মুকুট পরতেন। আর আমরা উনাকে বীরভূমের রাজা বলে মনে করি। ওই জন্য রাজার যে মুকুটের প্রয়োজন সেই মুকুটটা আমরা চাপিয়ে দিলাম।”
মুকুট পাওয়ার পর অনুব্রত মণ্ডল বলেন, “এখানকার সাথে আমার একটা আলাদা টান আছে। ওরা আমাকে খুব ভালোবাসে। সবাই আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। যখনই মিলন মেলা হয় তখনই ওরা আমার জন্য কিছু একটা রাখে। আমাকে ভালোবেসে দেয়।”