নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের কারণে দেশজুড়ে রেল পরিষেবা বন্ধ রাখার পর ভারতীয় রেলের তরফ থেকে একাধিক স্পেশাল এবং উৎসব স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়। ধাপে ধাপে সেই সকল স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ায় ভারতীয় রেল। তবে উৎসব স্পেশাল ট্রেনগুলি ডিসেম্বর মাস পর্যন্ত চালানোর কথা ছিল ভারতীয় রেলের। সেই জায়গায় ৯ জোড়া অর্থাৎ ১৮টি উৎসব স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হলো পূর্ব রেলের তরফ থেকে।
এই ৯ জোড়া উৎসব স্পেশাল ট্রেনের মধ্যে ৬ জোড়া ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন এলাকায় সংযোগকারী ট্রেন হিসেবে। যাদের মধ্যে কোনটির মেয়াদ বাড়ানো হয়েছে মার্চ মাস পর্যন্ত আবার কোনটির মেয়াদ বাড়ানো হয়েছে জানুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গ থেকে মেয়াদ বাড়া ৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেনের তালিকা
১) ০৫০৪৭ কলকাতা থেকে গোরক্ষপুর : প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার কলকাতা থেকে ছাড়বে। ১লা এপ্রিল পর্যন্ত চলবে ট্রেনটি।
২) ০৫০৪৮ গোরক্ষপুর থেকে কলকাতা : প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার ও শুক্রবার ট্রেনটি গোরক্ষপুর থেকে ছাড়বে। আগামী ৩০শে মার্চ পর্যন্ত চলবে এই ট্রেন।
৩) ০৫০৪৯ কলকাতা থেকে গোরক্ষপুর : প্রতি রবিবার ও বুধবার ট্রেন ছাড়ে। ৩১ শে মার্চ পর্যন্ত চলবে ট্রেনটি।
৪) ০৫০৫০ গোরক্ষপুর থেকে কলকাতা : প্রতি বুধবার ও শনিবার গোরক্ষপুর থেকে ট্রেনটি ছাড়ে। আগামী ৩১শে মার্চ পর্যন্ত চলবে ট্রেনটি।
৫) ০৫০৫১ কলকাতা থেকে গোরক্ষপুর : প্রতি শুক্রবার কলকাতা থেকে ছাড়বে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
৬) ০৫০৫০ গোরক্ষপুর থেকে কলকাতা : প্রতি বৃহস্পতিবার গোরক্ষপুর থেকে ট্রেনটি ছাড়ে। ট্রেনটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
৭) ০২৩৫১ হাওড়া থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল স্পেশাল : আগামী ২ জানুয়ারি থেকে এই ট্রেনটি ছাড়বে। ট্রেনটির মেয়াদ বাড়িয়ে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
৮) ০২৩৫২ রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে হাওড়া স্পেশাল : ১লা জানুয়ারি থেকে ট্রেনটি চালু হয়েছে। চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত।
৯) ০৫২৭১ হাওড়া থেকে মুজফ্ফরপুর স্পেশাল : এই ট্রেনটি চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত।
১০) ০৫২৭২ মুজফ্ফরপুর থেকে হাওড়া স্পেশাল : ট্রেনটির মেয়াদ বাড়িয়ে আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
১১) ০২৪৯৬ কলকাতা থেকে বিকানের স্পেশাল : আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত ট্রেনটির মেয়াদ বাড়ানো হয়েছে।
১২) ০২৪৯৫ বিকানের থেকে কলকাতা স্পেশাল: ট্রেনটির মেয়াদ বাড়িয়ে আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।