নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের আগামী ১১ ই জুন জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেসকল পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হল মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডেপুটি ম্যানেজার, ক্রেডিট প্রসিডিওরস ম্যানেজার, সিস্টেমস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিস্টেমস ডেপুটি ম্যানেজার, এমএমজিএস-৩ আইটি সিকিউরিটি এক্সপার্ট, প্রজেক্ট ম্যানেজার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট, টেকনিক্যাল লিড, সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার, সিকিউরিটি অ্যানালিস্ট ডেপুটি ম্যানেজার, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট ম্যানেজার, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট ম্যানেজার, ইন্টারনাল অডিট ডেপুটি ম্যানেজার, ফায়ার ইঞ্জিনিয়ার। মোট ৪৫২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : ব্যাঙ্কের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই সকল শূন্যপদে স্নাতক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ২০২০ সালের ৩১ শে ডিসেম্বরের হিসাব অনুযায়ী ৪১ থেকে ৪৫ বছর বয়সী এই সকল শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন : পদ অনুযায়ী বেতন নির্ধারিত হবে। ন্যূনতম বেতন ২৩ হাজার ৭০০ টাকা। বেতনের উর্ধ্বসীমা রয়েছে ৫১ হাজার ৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করা যাবে এ সকল শূন্যপদের জন্য। https://www.sbi.co.in/web/careers থেকে আবেদন করতে হবে।