‘বুথ অব্দি হেঁটে হেঁটে যাবে, আসবে খাটে’, অনুব্রতর পাল্টা বিজেপি নেতা রাজু

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগেই সরগরম বীরভূমের রাজনীতি। নতুন বছরের প্রথম দিনেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নতুন নির্দেশ দিয়েছেন ‘ঠেঙিয়ে পগার পার করে দেওয়ার’। কারোর দিকে আঙ্গুল না তুললেও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন অনুব্রত এই নিদান বিজেপিকে লক্ষ্য করেই।

আর অনুব্রতর এই নতুন নিদানের পর মঙ্গলবার বিজেপির তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি দিতে দেখা গেল। পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা, ‘বুথ অব্দি হেঁটে হেঁটে যাবে, আসবে খাটে’।

মঙ্গলবার তিনি তারাপীঠে তারা মায়ের পুজো দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মনে হয় ভুল করছেন। এবারের নির্বাচন বাংলায় পুলিশ দিয়ে হবে না। দিদির পুলিশে হবে না, দাদার পুলিশে হবে। যারা পঞ্চায়েত ভোটে, লোকসভা ভোটে এরকম বুথে গিয়ে রি’গিং করতো তারা হেঁটে হেঁটে বুথ অব্দি যাবে। তারপর কিন্তু খাটে করে আসবে।”

পাশাপাশি তিনি এটাও হুঁশিয়ারি দেন, “যদি মারার কথা বলছে বাংলার মানুষ তৈরি হয়ে আছে। মেরে চামড়া গুটিয়ে আমরা করে দেবে। কেউ পার পাবে না। এমনকি অনুব্রত মণ্ডলও পার পাবে না।”