আরও ৩টি ট্রেন পুনরায় চালু হচ্ছে আসানসোল ডিভিশনে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ট্রেন চলাচল সম্পূর্ণ হবে বন্ধ হয়ে গেলে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় নাগরিকদের। তবে ধীরে ধীরে এখন করোনাতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে গনমাধ্যমের মেরুদন্ড রেল যোগাযোগ।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই রাজ্যে লোকাল থেকে শুরু করে মেল এবং অজস্র এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। তবে এখনো স্বাভাবিক নয় রেল যোগাযোগ। যে কারণে প্রতিনিয়ত নাগরিকদের দাবি উঠছে আগের মত রেল পরিষেবা স্বাভাবিক করার। আর এই পথেই ধীরে ধীরে এগোচ্ছে ভারতীয় রেল।

Advertisements

ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে সোমবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় আসানসোল ডিভিশনে আরও তিনটি ট্রেন পুনরায় চালু হতে চলেছে ৬ জানুয়ারি থেকে। চালু হওয়ার পর এই ট্রেনগুলি যথারীতি চলবে বলেও জানানো হয়েছে।

পুনরায় চালু হতে যাওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ৬৩৫০৩/৬৩৫০৪ বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, যা আগামী ৬ জানুয়ারি আসানসোল থেকে ছাড়বে। এছাড়াও ওই একই দিনে পুনরায় চালু হতে চলেছে ৬৩৫৯৮/৬৩৫৯৭ আসানসোেল-রাঁচি-আসানসােল মেমু প্যাসেঞ্জার এবং ৬৩৫৯৬/৬৩৫৯৫ আসানসােল-বােকারাে স্টিল সিটি-আসানসােল মেমু প্যাসেঞ্জার।

Advertisements