বীরভূমে শ্যুটআউট, মৃত তৃণমূল নেতার ভাই

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এবার শ্যুটআউটের ঘটনা ঘটে গেল বীরভূমে। শ্যুটআউটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে। শ্যুটআউটের এই ঘটনায় মারা যান এক তৃণমূল কর্মীর দাদা।

Advertisements

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত বরিশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখের দাদা বাবর শেখ মোটর বাইকে চরে বাড়ি ফিরছিলেন। বগটুই গ্রামের ফেরার সেসময় গ্রামের পাশেই কবরস্থানে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি।

Advertisements

Advertisements

ঘটনার পর বাবর শেখকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। তবে মেডিকেল কলেজে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পিছনে রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মৃতের ভাই তৃণমূল উপপ্রধান বাবর শেখ। তিনি জানান, “দাদা মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে একেবারে পিছন থেকে গুলি করা হয়। সেই গুলি কপাল দিয়ে বেরিয়ে যায়। আমি যখন ঘটনাস্থলে পৌঁছায় তখনও দেখি দাদা মোটর সাইকেলের উপর বসেই আছে।”

তার অভিযোগ, “সদ্য তৃণমূল বিরোধী কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।” তিনি এটাও জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে নাম ধরেই থানায় অভিযোগ করা হবে এবং পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করার।

তবে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, “ঠিকাদারির ব্যবসা করতেন। আর সেই ঠিকাদারির ব্যবসা থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। ভোটের মুখে তা বিজেপির নামে চালিয়ে মোড় ঘোরানোর চেষ্টা চালানো হচ্ছে।”

Advertisements