কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন নাড্ডা, মেনুতে ভাতের সাথে ৮ রকম পদ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফর ঘিরে শুক্রবার থেকেই সাজো সাজো রব। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার জেপি নাড্ডা কাটোয়ার জগদানন্দপুর গ্রামের রাধাগোবিন্দজিউ মন্দিরে পুজো দিতে পারেন। আর এরপরেই মুস্থুলি গ্রামে কৃষক সুরক্ষা জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে মধ্যাহ্নভোজন করবেন এবং তারপর বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিবেন রোড শো করার জন্য। এর পাশাপাশি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার।

Advertisements

Advertisements

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মধ্যাহ্নভোজন হবে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রামের এক কৃষকের বাড়িতে। যার বাড়িতে তার মধ্যাহ্নভোজন হওয়ার কথা তিনি হলেন মথুরা মন্ডল। ইতিমধ্যেই এই বাড়িতে অতিথি আপ্যায়নের সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেছে। শনিবার সকাল থেকে তোড়জোড় শুরু হয়েছে রান্নাবান্নায়। আর এসব দেখেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন কি থাকছে জেপি নাড্ডার খাবারের মেনুতে?

Advertisements

জেপি নাড্ডার খাবারের মেনু সম্পর্কে মথুরা মন্ডলের পরিবার এবং বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ নিরামিষ পদ দিয়ে সাজানো হয়েছে খাবারের মেনু। কারণ জেপি নাড্ডা নিজের সম্পূর্ণ নিরামিষভোজী। মেনুতে থাকছে ভাতের সাথে ৮ রকমের পদ। থাকছে সোনামুগের ডাল, শাক, আলুভাজা, ফুলকপি-পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, দই এবং নলেন গুড়ের রসগোল্লা।

তবে জেপি নাড্ডার কৃষকের বাড়িতে ভোজন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতোর। তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের অভিযোগ যেখানে দিল্লিতে কৃষকরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত তাদের সুবিধা-অসুবিধা সায় না দিয়ে বাংলায় এসে কৃষক দরদী দেখাচ্ছে বিজেপি। একইভাবে বিজেপির তরফ থেকে পাল্টাও ছুঁড়ে দেওয়া হয়েছে অভিযোগকারীদের বিরুদ্ধে।

Advertisements