নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) তরফ থেকে বিশ্বব্যাপী ১০ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি নিয়ম চালু করা হয়। যে নিয়ম অনুযায়ী ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের KYC অর্থাৎ গ্রাহক সংক্রান্ত তথ্য দিতে হবে। এই নিয়ম চালু করা হয় মূলত আর্থিক তছরুপ এবং বিভিন্ন অঘোষিত সংগঠনের টাকার যোগান রুখতে।
ঠিক একইভাবে সোনা রূপো এবং অন্যান্য মূল্যবান রত্ন কেনার ক্ষেত্রেও KYC দেওয়ার নিয়ম রয়েছে। যেহেতু ভারত ২০১০ সাল থেকে এফএটিএফের সদস্য। তবে এই সকল রত্নের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা রয়েছে। জানা গিয়েছে বিভিন্ন মাধ্যমে এনিয়ে নানান বিভ্রান্তিমূলক প্রচারে বলা হচ্ছিল দু লক্ষ টাকার নিচে সোনা সহ অন্যান্য রত্ন কিনতে হলেও KYC দিতে হবে।
কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে নগদে দু লক্ষ টাকার নীচে সোনা, রুপো বা রত্ন কেনার জন্য আধার কার্ড বা প্যান কার্ডের মতো কোনও KYC লাগবে না।