নিজস্ব প্রতিবেদন : ‘জলই জীবন’, একথা সবাই জানলেও খুব কমজনই একথা মন থেকে স্বীকার করেন। তাই তো রাস্তাঘাটে বেরোলেই চোখে পড়ে টিউবওয়েল খোলা, জল গড়িয়ে যাচ্ছে। কিন্তু যেসকল জায়গায় তীব্র জলসংকট সেই সকল জায়গার মানুষরা পাণীয় জল সংগ্রহ করতে কত দূর ছুটে যান, জীবনের ঝুঁকি নিয়ে ও কত মানুষ জল সংগ্রহ করেন। সম্প্রতি অসমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে জলের গুরুত্বটা কতখানি তা ভালোভাবে বোঝা যাচ্ছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, অসমের এক বৃদ্ধার বাড়িতে জলের কল বসায় ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। শুধু তাই নয় ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় প্রণাম করলেন বৃদ্ধা। ভিডিওতে দেখা গেলো একেবারে নীচু হয়ে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করলেন বৃদ্ধা।
ভিডিওটি দেখেই আন্দাজ করা যাচ্ছে, এতবছর ওই বাড়িতে কোনো জলের কল ছিলো না। যে কারণে অনেক কষ্ট করে দূরদূরান্ত থেকে হয়ত জল সংগ্রহ করতে হতো তাদের। তাই ওই বৃদ্ধার মনোবাঞ্ছাই হয়ে দাঁড়িয়েছিলো বাড়িতে জলের কল! সেই মনোবাসনা পূর্তিতে-ই তার এত আনন্দ,আর সেই আনন্দের দৃশ্যই ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জল প্রকল্পের ফলেই ওই ষাটোর্ধ্ব বৃদ্ধার বাড়িতে জলের কল বসেছে। সর্বভারতীয় বিজেপি দল তাদের ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “অসমের বাড়িতে জলের কল পৌঁছানোয় মাথা নুইয়ে প্রণাম করছেন বৃদ্ধা। ভিডিওটি প্রণাম করার মত।”
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও এই ভিডিও শেয়ার করে লিখেন, “অসমের এই দিদি বাড়িতে কলের জল পেয়ে মাথা নিচু করে প্রণাম করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জল প্রকল্পের ফলে পাল্টে যাচ্ছে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রা।স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ যেসব ন্যূনতম সুবিধাগুলি পাননি, সেটাই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে তা সম্ভব হচ্ছে।”