বাড়িতে বসেই অনলাইনে Voter Card সংশোধন করার সহজ পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে Voter Card অন্যতম। তবে এই ভোটার আইডি কার্ডে ঠিকানা, বয়স সহ একাধিক ভুলভ্রান্তি লক্ষ্য করা যায়। আর এই সকল ভুলভ্রান্তি সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে আনা হয়েছে অনলাইন ব্যবস্থাপনা। যাতে করে নাগরিকরা বাড়িতে বসেই নিজেদের Voter Card সংশোধন করে নিতে পারবেন।

Advertisements

Advertisements

অনলাইনে Voter Card সংশোধন করার পদ্ধতি

Advertisements

বাড়িতে বসেই অনলাইনে Voter Card সংশোধন করার জন্য নাগরিকদের যেতে হবে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে www.nvsp.in। এরপর নির্দিষ্ট কতকগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে। ধাপে ধাপে সেই সকল পদ্ধতি দেখে নেওয়া যাক।

১) www.nvsp.in ওয়েবসাইটে যাওয়ার পর একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য দিতে হবে নিজের মোবাইল নম্বর, ওয়েবসাইটে থাকা ক্যাপচা, ইমেল আইডি, ভোটার আইডি কার্ড নম্বর।

প্রথমেই নিজের মোবাইল নম্বর এবং ওয়েবসাইটে থাকা ক্যাপচা দেওয়ার পর Send OTP অপশনে ক্লিক করে একটি ওটিপি নিয়ে নিতে হবে। সেটি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর ভোটার আইডি কার্ড নম্বর এবং ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড তৈরি করার পর নতুন করে ইউজারনেম (মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার কার্ড নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

২) লগইন হয়ে যাওয়ার পর ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য বেছে নিতে হবে Correction in Personal অপশন।

৩) যেখানে ক্লিক করার পরেই আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনি আপনার নিজের অথবা বাড়ির কারোর ভোটার আইডি কার্ড সংশোধন করতে চাইছেন কিনা। নিজের হলে Self এবং পরিবারের কারোর হলে Family অপশনটি বেছে Next বটনে ক্লিক করতে হবে।

৪) এর পরেই আপনার সামনে চলে আসবে ‘Form 8’। যেখানে আপনি কি সংশোধন করাতে চাইছেন তা জানতে চাওয়া হবে।

৫) Name, My Photograph, Elector’s Photo Identity Card Number(if issued), Address, Date of Birth, Age, Name of Relative, Type of Relation, Gender এই অপশনগুলির মধ্যে আপনি যেগুলি সংশোধন করাতে চাইছেন সেগুলি বেছে নিতে হবে।

৬) আপনি যে অপশনটি বেছে নেবেন সেটিকে সংশোধন করার জন্য একটি বক্স দিয়ে দেওয়া হবে। যেখানে সঠিক তথ্য দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন।

৭) আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে অংশের সংশোধন করাচ্ছেন তার স্বপক্ষে একটি নথি আপলোড করতে হবে।

৮) এরপর নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি, জায়গার নাম এবং ওয়েবসাইটে থাকা ক্যাপচা নির্দিষ্ট জায়গায় সঠিক ভাবে দিয়ে Submit করে দিতে হবে।

অ্যাপ্লিকেশন ফর্মে সবকিছু সঠিক ভাবে দিয়ে Submit করে দেওয়ার পর নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার তথ্য খতিয়ে দেখে ৩০ দিনের মধ্যে আপনার ভোটার আইডি কার্ডের থাকা ভুল তথ্য সংশোধন করে দেবে। আপনি আপনার আবেদন স্ট্যাটাস জানতে পারবেন এই ওয়েবসাইটেই Dashboard থেকে।

Advertisements