নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি একনাগাড়ে প্রচারের পাশাপাশি কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ফলাফল কি হতে পারে তার পর্যালোচনায়। আর এই সকল পর্যালোচনায় মধ্যেই উঠে আসে বিগত দিনের ভোটের ফলাফল। চলুন দেখে নেওয়া যাক উত্তর দিনাজপুর জেলার ৯ বিধানসভায় ফলাফলের ভিত্তিতে ইতিহাস কি বলছে।
উত্তর দিনাজপুর জেলায় রয়েছে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার। এই বিধানসভা কেন্দ্রগুলিতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পাঁচটি পায় তৃণমূল। তিনটি পায় জাতীয় কংগ্রেস। একটি আসন পায় ফরওয়ার্ড ব্লক। কিন্তু এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটের ক্ষেত্রে ব্যাপক রদবদল ঘটে।
২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী কোন বিধানসভায় কে এগিয়ে ছিল
ইসলামপুর : তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে এগিয়ে ছিল ৪৪৪৫ ভোটে।
গোয়ালপোখর : এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি থেকে এগিয়ে ছিল ৪৮২৪১ ভোটে।
চাকুলিয়া : শেষ লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি থেকে এগিয়ে ছিল ৭৮২৫ ভোটে।
করণদিঘি : এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল ১৫৯৬৪ ভোটে।
হেমতাবাদ : এই বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল তৃণমূলের তুলনায় ৬১৭৬ ভোটে।
কালিয়াগঞ্জ : গত লোকসভা নির্বাচনে বিজেপি এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল ৫৬৭৬২ ভোটে।
রায়গঞ্জ : গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের তুলনায় এগিয়ে ছিল ৪২২০২ ভোটে।
ইটাহার : তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বিজেপির তুলনায় এগিয়ে ছিল ২৭৭৭৭ ভোটে।
চোপড়া : এই বিধানসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির তুলনায় এগিয়ে ছিল ৪৪৭৭৭ ভোটে।
তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনে ভোটের লড়াইয়ের সাথে বিধানসভা নির্বাচনের ভোটের লড়াইয়ের বেশ কিছু ফারাক রয়েছে। সেই জায়গায় এই বিধানসভা কেন্দ্রগুলিতে কোন দল কি ফলাফল করে তার দিকেই তাকিয়ে আমজনতা।