লাগবে না চার্জ, Jio Phone গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে পাবেন Unlimited কল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio নতুন বছরের শুরুতেই তাদের গ্রাহকদের জন্য সবথেকে বড় উপহার নিয়ে হাজির হয়। ২০২১-এর জানুয়ারির প্রথম দিন থেকেই তুলে দেওয়া হয় IUC বা ইন্টারকানেকশন চার্জ। আর এই ঘোষণার পর Jio গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে Unlimited কথা বলার সুযোগ পাবেন তাও জানিয়ে দেওয়া হয়।

Advertisements

Advertisements

এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে Jio তাদের আগের Unlimited কলিংয়ের ক্ষেত্রে বদল এনেছিল। বদল এনে বিভিন্ন রিচার্জের উপর একটি নির্দিষ্ট পরিমাণ ফ্রি মিনিট দিতে শুরু করে এবং সেই ফ্রি মিনিট শেষ হয়ে যাওয়ার পর অন্য নেটওয়ার্কে কল করার জন্য গ্রাহকদের প্রতি মিনিটে ৬ পয়সা করেই চার্জ দিতে হচ্ছিল। এবার সেই চার্জ তুলে দেওয়ার পাশাপাশি পুরাতন Unlimited সুবিধা ফিরিয়ে নিয়ে আসা হলো।

Advertisements

কিন্তু এরপরে বহু গ্রাহকদের মধ্যে ধন্দ ছিল এই সুবিধা স্মার্টফোন ছাড়া Jio Phone গ্রাহকরাও পাবেন তো! সেই জায়গায় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে স্মার্টফোন গ্রাহকদের মতই Jio Phone গ্রাহকরাও এই আনলিমিটেড কলের সুবিধা পাবেন। Jio Phone-এর যেকোনো রিচার্জের সাথেই এই সুবিধা মিলবে।

Jio Phone-এর রিচার্জ প্ল্যান

Jio Phone গ্রাহকদের যেসকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলি হল ৭৫ টাকা, ১২৫ টাকা, ১৫৩ টাকা, ১৫৫ টাকা এবং ১৮৫ টাকার। প্রতিটি রিচার্জ প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা এবং ২৮ দিনের ভ্যালিডিটি। তবে রিচার্জ অনুযায়ী ডেটার তফাৎ রয়েছে।

৭৫ টাকায় পাওয়া যায় প্রতিদিন ০.১ জিবি ডেটা। ১২৫ টাকায় পাওয়া যায় প্রতিদিন ০.৫ জিবি ডেটা। ১৫৩ টাকায় পাওয়া যায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা। ১৫৫ টাকায় পাওয়া যায় প্রতিদিন ১ জিবি ডেটা। ১৮৫ টাকায় পাওয়া যায় প্রতিদিন ২ জিবি ডেটা। এক্ষেত্রে উল্লেখ্য, যারা আগে ১৫৫ টাকার রিচার্জ ব্যবহার করতেন তারা এখন ১৫৩ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করলে বেশি লাভবান হবেন।

Advertisements