নিজস্ব প্রতিবেদন : প্রতিযোগিতার বাজারে টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিতে এবার মোক্ষম চাল ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL-এর। BSNL-এর তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে যে রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে Unlimited কলের সাথে Unlimited ইন্টারনেট। হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে কোন লিমিট তো নেই-ই, এমনকি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও স্পিড কমিয়ে Unlimited দেওয়ার মত কোন শর্ত নেই। অর্থাৎ বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা যত খুশি কথা বলতে পারবেন এবং যত খুশি ডাউনলোড ও আপলোড করতে পারবেন।
নতুন এই রিচার্জ প্ল্যানটি হলো ৩৯৮ টাকার। যাতে গ্রাহকরা সত্যি সত্যিই সমস্ত কিছু আনলিমিটেড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই এই রিচার্জ প্ল্যান দেশের বেশিরভাগ টেলিকম সার্কেলে চালু হয়ে গেছে গত জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে। চলুন দেখে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে আর কি কি সুবিধা রয়েছে।
৩৯৮ টাকা : ৩৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে যত খুশি কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে রয়েছে Unlimited ডেটা অর্থাৎ যত খুশি ডাউনলোড এবং আপলোড। স্পিডের ক্ষেত্রে কোনরকম রেস্ট্রিকশন নেই। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৩০ দিনের জন্য। তবে এই রিচার্জ করা থাকলেও গ্রাহকদের ইন্টারন্যাশনাল কল করার জন্য আলাদা চার্জ করা হবে।
প্রসঙ্গত, BSNL ইতিমধ্যেই অধিকাংশ টেলিকম সার্কেলে নিজেদের 4G পরিষেবা চালু করে দিয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার বাজারে দেশের টেলিকম সংস্থাগুলি নানান সময়ে নানান নতুন নতুন অফার নিয়ে এলেও BSNL-এর এইভাবে কল ও ডেটার Unlimited প্ল্যান দেওয়া সত্যিই যেনো অবিশ্বাস্য।