একুশের যুদ্ধে নামার আগে অনুব্রতর মহাবিজয় যজ্ঞ, ‘বার্তা পাবে বিজেপি’

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : আসন্ন বিধানসভা নির্বাচনের যুদ্ধে নামার আগে বুধবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুরে কঙ্কালীতলা মহাবিজয় যজ্ঞ করালেন। আর এই মহাবিজয় যজ্ঞ থেকেই বিজেপি বার্তা পেয়ে যাবে বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল।

Advertisements

Advertisements

বুধবার সকাল থেকেই দহরম মহরম কঙ্কালীতলায়। জানা গিয়েছে, যজ্ঞের জন্য রয়েছে এলাহী আয়োজন। আয়োজনে ১ কুইন্টাল ১১ কেজি বেল কাঠ, তিন টিন ঘি এবং ১০০১টি বেলপাতা। যজ্ঞ পরিচালনার জন্য রয়েছেন ১২ জন পুরোহিত। অনুব্রত মণ্ডল নিজে দাঁড়িয়ে এই যজ্ঞ করাবেন। আর যজ্ঞ শেষে কয়েক হাজার মানুষের সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

Advertisements

কিন্তু কেন এই যজ্ঞ? এই প্রশ্ন উঠে আসতেই অনুব্রত মণ্ডল বলেন, “আগে যখন রাজারা যুদ্ধে যেতো তখন যজ্ঞ করতো। সেই যজ্ঞর নাম ছিল মহাবিজয় যজ্ঞ। সেই মহাবিজয় যজ্ঞ করে তারপর রাজারা যুদ্ধে যেতো। এইবারে প্রথম কংকালী মায়ের পুজো করেছি। তারপর গণেশের পুজো করেছি। তারপর সতীপীঠের পুজো হয়েছে। এখন নারায়ণের পুজো হচ্ছে। মহাদেবের পুজো হচ্ছে। মা দুর্গার পুজো হচ্ছে। এবার যজ্ঞ আরম্ভ হবে। মহাযজ্ঞ। এই যজ্ঞতে জয়লাভ করবো।”

কিন্তু এই যজ্ঞ করে অনুব্রত মণ্ডল কি চাইলেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, “যা চাইবার তা চেয়ে নিলাম। যা বলার তা বলে দিলাম। ২২০-২৩০। ২২০-২৩০। মহাযজ্ঞ। মহাবিজয় যজ্ঞ। বিজেপি এই যজ্ঞতেই বার্তা পেয়ে যাবে।”

Advertisements