যতখুশি করুন ডাউনলোড, নতুন রিচার্জ প্ল্যান আনলো BSNL

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে দিন দিন বেড়ে চলেছে প্রতিদ্বন্দিতা আর এই প্রতিদ্বন্দ্বিতায় শামিল হয়ে এবার দেশের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL প্রতিনিয়ত নতুন নতুন রিচার্জ প্ল্যান আনছে তাদের গ্রাহকদের জন্য। নতুন রিচার্জ প্ল্যান আনার ধারাবাহিকতা বজায় রেখে এবার BSNL এমন একটি রিচার্জ প্ল্যান তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো যাতে যতখুশি ডাউনলোড এবং আপলোড করা যাবে। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে যত খুশি কথা বলার ক্ষেত্রেও থাকছেনা কোনো সীমাবদ্ধতা।

Advertisements

Advertisements

শুনতে অবাক লাগলেও এমনই এক রিচার্জ প্ল্যান এনে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL তাক লাগিয়ে দিয়েছে ভারতের টেলিকম বাজারে। নতুন এই রিচার্জ প্ল্যান আনার সাথে সাথে অন্যান্য টেলিকম সংস্থাগুলি রীতিমতো চাপে পড়বে বলে মনে করছেন টেলি বিশেষজ্ঞরা। তাদের মতে বিগত কয়েক বছরে BSNL পুনরায় তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে অন্যান্য টেলিকম সংস্থাগুলির উপর চাপ বাড়াচ্ছে, আর এমত অবস্থায় নতুন এই রিচার্জ প্ল্যান স্বাভাবিকভাবেই মন জয় করেছে BSNL গ্রাহকদের।

Advertisements

BSNL-এর তরফ থেকে সম্প্রতি লঞ্চ করা এই রিচার্জ প্ল্যানটি হল ৩৯৮ টাকার। যে রিচার্জ প্ল্যানটি গত ৮ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন টেলিকম সার্কেলে চালু হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক ৩৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন।

৩৯৮ টাকা : ৩৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা দেশের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানে দিনে ২৫০ মিনিটের কোনরকম সীমাবদ্ধতা থাকছে না। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে BSNL গ্রাহকরা যতখুশি ডাউনলোড করতে পারবেন এবং যতখুশি আপলোড করতে পারবেন। দৈনিক ডেটার কোন সীমাবদ্ধতা নেই অর্থাৎ দিনে যত জিবি ইচ্ছে ডাউনলোড এবং আপলোড করতে পারবেন। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩০ দিন।

Advertisements