নিজস্ব প্রতিবেদন : WhatsApp এর নতুন পলিসি নিয়ে ক্ষুব্ধ বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। নতুন এই প্রাইভেসি পলিসি নিয়ে ধোঁয়াশার কারণে ইতিমধ্যেই অজস্র ব্যবহারকারী তাদের WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। ক্রমাগত এনিয়ে বিতর্কও চলছে। বহু ব্যবহারকারী বিতর্কের বাইরে স্বাভাবিক ভাবেই WhatsApp চালিয়ে যাচ্ছেন। আর বর্তমানে যখন এই বহুল প্রচলিত মেসেঞ্জার অ্যাপ WhatsApp আলোচনার কেন্দ্রবিন্দু সে সময় আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে WhatsApp ব্যবহারকারীদের মধ্যে। অনুমতি ছাড়াই অন্য কোথাও WhatsApp ব্যবহার হচ্ছে না তো! আর তা হলেও কিভাবে জানা যাবে?
এই উত্তর দেওয়ার জন্য সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট কার্ড তৈরি করে রাখে WhatsApp ব্যবহারকারীর। যখন থেকে ওই ব্যবহারকারী WhatsApp শুরু করেছেন তখন থেকেই সযত্নে সেই সকল রিপোর্ট রাখা থাকে। আর এই রিপোর্টের মাধ্যমে সংস্থা ব্যবহারকারীকে জানিয়ে দেয় কোথায় কোন ডিভাইসে ব্যবহারকারীর নম্বর থেকে WhatsApp চালানো হয়েছে। এমনকি ওই রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ব্যবহারকারী কত মেসেজ পাঠিয়েছেন অথবা এসেছে। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয় ব্যবহারকারী কোন কোন গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। আর এই সকল তথ্য যাচাই করার পর ব্যবহারকারী নিশ্চিত হতে পারবেন তার অনুমতি ছাড়া তার WhatsApp অন্য কোথাও ব্যবহার হচ্ছে কিনা।
রিপোর্ট জানার পদ্ধতি
১) এই রিপোর্ট জানার জন্য ব্যবহারকারীকে তার WhatsApp এর Settings প্যানেলে যেতে হবে।
২) সেখানেই বেছে নিতে হবে Account সেকশন। সেখানে Request account info অপশনে ট্যাপ করতে হবে।
৩) এবার পুনরায় Request Report বটন দেখতে পাওয়া যাবে এবং সেখানে ক্লিক করে আপনার রিপোর্ট পাওয়ার জন্য আবেদন জানাতে হবে WhatsApp সংস্থাকে।
আবেদন পাওয়ার পর WhatsApp আপনার রিপোর্ট তৈরি করতে শুরু করবে। তিন দিনের মধ্যে আপনাকে সেই রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে। রিপোর্ট পাঠানো হলে নোটিফিকেশন দিয়ে সংস্থার তরফ থেকে ব্যবহারকারী কে জানানো হবে।
নোটিফিকেশন আসার পর পুনরায় ব্যবহারকারীকে Settings প্যানেলে যেতে হবে এবং Request account info অপশন থেকে সেই ফাইল ডাউনলোড করে নিতে হবে। ফাইলটি থাকবে জিপ আকারে। সেই ফাইলটিকে এক্সট্রাক্ট করা হলে পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত রিপোর্ট জানা যাবে।