অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতীয় দলের, নবাগতদের হাতেই সিরিজ জয়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস। তাও আবার যখন সম্পূর্ণ দলটি চোটে জর্জরিত। হাতেগোনা কয়েকজন অভিজ্ঞ, বাকি সব নবাগতদের নিয়েই ভারতীয় দল টেস্ট সিরিজ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার হাত থেকে। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে অনন্য কামব্যাক।

Advertisements

দ্বিতীয় টেস্টে জয়লাভের পর তৃতীয় টেস্টেও যথেষ্ট টক্কর দিয়ে অস্ট্রেলিয়ার সাথে ভারত ড্র করে। যার পর এই সিরিজের ফলাফল পৌঁছে যায় চতুর্থ টেস্টের দিকে। পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৬৯ রান করে কঠিন পিছে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারতীয় দলকে। ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম দিকে বেশ কিছু উইকেট খোয়ালেও নবাগতদের অনবদ্য পার্টনারশিপে পৌঁছে যায় ৩৩৬ রানে।

Advertisements

দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া তেমন আশাজনক কিছু করতে পারেনি। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র ২৯৪ রানে। ভারত জয়ের জন্য ৩২৮ রান টার্গেট করে মাঠে নামে। চতুর্থ দিন ৪ রান সংগ্রহ করার পর ভারতীয় দলের কাছে পঞ্চম দিনে বাকি ৩২৪ রান সংগ্রহ করার টার্গেট থাকে। একদিনে এই বিপুল রান সংগ্রহের দিকে আশাজনক গতিতেই এগোতে থাকে ভারতীয় দল।

Advertisements

রোহিত শর্মা মাত্র ৭ রানে আউট হলেও গিল, পূজারা, পন্থের মত নবাগতদের ব্যাটে ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারতীয় দল। শেষ পর্যন্ত ভারতীয় দলের সামনে জয়ের জন্য প্রতি ওভারে ছয়ের কাছাকাছি রান সংখ্যা দাঁড়ায়। তবে সেই টার্গেটকে পূরণ করতে সফল হয় তরুণ তুর্কিরা।

উল্লেখযোগ্য দ্বিতীয় ইনিংস গিল ৯১, পূজারা ৫৬, পন্থ ৮৯ রানে নট আউট। আর এর সাথে সাথেই ভারত ৩ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট জয় করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ২-১ এ ছিনিয়ে নিলো।

Advertisements