নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে WhatsApp-এর প্রতিদ্বন্দী ম্যাসেজিং অ্যাপ Signal। মাত্র কয়েকদিনের মধ্যে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। বিপুল জনপ্রিয়তা বৃদ্ধির কারণে তাদের আশ্বাস ব্যবহারকারীদের গোপন তথ্য সব সময় সুরক্ষিত থাকবে। তবে এই অ্যাপ ইদানিংকালে জনপ্রিয় হয়ে উঠলেও WhatsApp-এর ৯টি আকর্ষণীয় ফিচার, যা নেই Signal অ্যাপে।
একনজরে Signal অ্যাপে না থাকা ৯টি ফিচার, যা আছে WhatsApp-এ
১) Star মেসেজ : WhatsApp-এ যেকোনো গ্রুপ অথবা যে কোন ব্যক্তির কোন গুরুত্বপূর্ণ মেসেজ Star মার্ক করে রাখা যায়। যাতে করে ওই মেসেজ প্রয়োজনের সময় সহজেই খুঁজে পেতে পারেন ব্যবহারকারীরা। এই ফিচার নেই Signal অ্যাপে।
২) QR CODE : WhatsApp-এ মেসেজ করার জন্য কোন ব্যক্তিকে সরাসরি নিজের QR CODE শেয়ার করা যায়। আর ওই QR CODE স্ক্যান করে অন্য ব্যক্তি সরাসরি মেসেজ করতে পারেন। এই সুবিধা নেই Signal অ্যাপে।
৩) WhatsApp স্ট্যাটাস : এই ফিচার ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। কিন্তু এই ফিচার নেই Signal অ্যাপে।
৪) Wallpaper : WhatsApp-এর ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ওয়ালপেপার সেট করে রাখার মত সুবিধা পেয়ে থাকেন। এই সুবিধা নেই Signal-এ।
৫) Payment : WhatsApp নিয়ে এসেছে তাদের WhatsApp Pay। যাতে ব্যবহারকারীরা টাকা লেনদেন করার সুবিধা পান। কিন্তু এই সুবিধা নেই Signal-এ।
৬) গ্রুপ কলিং : Signal ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। কারণ তাদের এই ফিচার নেই। অন্যদিকে এই ফিচারটি বেশ জনপ্রিয় WhatsApp ব্যবহারকারীদের কাছে।
৭) লোকেশন : আপনার বর্তমান স্থিতি (লোকেশন) শেয়ার করা যায় WhatsApp-এর মাধ্যমে। কিন্তু এই সুবিধা নেই Signal-এ।
৮) অনলাইন : WhatsApp ব্যবহারকারীরা তার কন্টাক্টে থাকা অন্যান্যরা অনলাইন রয়েছেন কিনা তা দেখতে পান। কিন্তু এমনটা দেখা যাবে না Signal অ্যাপে।
৯) ওয়েব ভার্শন : সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েব ভার্শনের সুবিধা নেই Signal অ্যাপে। এই সুবিধা WhatsApp ব্যবহারকারীদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এবং খুব কাজের বলে মনে করেন তারা।