১১ টাকায় আরও বেশি ইন্টারনেট, গ্রাহকদের সুখবর দিলো Jio

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে হাজির হয়েছিল। বছরের শুরুতেই তারা পুনরায় যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল সুবিধা ফিরিয়ে নিয়ে আসে। এরপর মাস গড়াতে না গড়াতেই আবারও গ্রাহকদের সুখবর দিলো মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। এবার তারা ১১ টাকার Add-on রিচার্জ ভাউচারের ক্ষেত্রে সুখবর নিয়ে হাজির হলো।

Advertisements

Advertisements

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে তাদের গ্রাহকরা ১১ টাকার Add-on রিচার্জ ভাউচার রিচার্জ করলে আগের তুলনায় বেশি ইন্টারনেট বা ডেটা পাবেন। মূলত প্রতিযোগিতার বাজারে অন্যান্য টেলিকম সংস্থাগুলির প্রতিযোগিতা করতেই Jio-র তরফ থেকে এই অতিরিক্ত ইন্টারনেট দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই VI নতুন একটি ১১ টাকার ডেটা রিচার্জ নিয়ে এসেছে, যাতে তারা তাদের গ্রাহকদের ১ জিবি ডেটা দিচ্ছে।

Advertisements

সেইমতো এখন থেকে Jio গ্রাহকরা ১১ টাকার Add-on রিচার্জ ভাউচার রিচার্জ করে পাবেন ১ জিবি ডেটা। আগে এই রিচার্জে পাওয়া যেত ৮০০ এমবি ডেটা। অর্থাৎ অতিরিক্ত হিসাবে পাওয়া যাচ্ছে ২২৪ এমবি ডেটা। এই ডেটার ভ্যালিডিটি গ্রাহকদের বর্তমান প্যাকের ভ্যালিডিটি অনুযায়ী থাকবে।

১১ টাকা ছাড়াও Jio-র আরও একাধিক Add-on রিচার্জ ভাউচার রয়েছে। যেগুলি হলো ২১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকার। ২১ টাকায় পাওয়া যায় ২ জিবি ডেটা, ৫১ টাকায় পাওয়া যায় ৬ জিবি ডেটা এবং ১০১ টাকায় পাওয়া যায় ১২ জিবি ডেটা। তবে এই সকল ভাউচারগুলিতে কোন রকম পরিবর্তন হয়নি।

Advertisements