নিজস্ব প্রতিবেদন : আর মাত্র মাস কয়েক পরেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আর এই ভোটার তালিকা প্রকাশ করার পর আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা বুঝবেন কিভাবে? আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন তো? ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা সহজেই জানা যায় অনলাইনে। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
১) ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানতে আপনাকে প্রথমেই যেতে হবে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল https://www.nvsp.in/।
২) ওয়েব সাইটের হোম পেজেই রয়েছে একটি অপশন, যেটি হল ‘Search in Electoral Roll’। সেখানে ক্লিক করতে হবে।
৩) নতুন যে পেজটি খুলবে সেখানে দুইটি অপশন লক্ষ্য করা যাবে। একটি হলো ‘Search by Details’ এবং অন্যটি হলো ‘Search by EPIC No.’।
৪) ‘Search by Details’ এই অপশন বেছে নিলে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম ইত্যাদি যাবতীয় তথ্য সঠিকভাবে সঠিক জায়গায় দিয়ে জানতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
https://pbs.twimg.com/media/EsVUoN6VcAM7gUq?format=jpg&name=medium
৫) ‘Search by EPIC No.’ অপশনটি বেছে নিলে কেবলমাত্র আপনার ভোটার আইডি কার্ডের নম্বর অর্থাৎ EPIC No. দিতে হবে। তাহলেই দেখা যাবে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
উপরিক্ত পাঁচটি পদ্ধতি নির্দিষ্টভাবে সঠিক পদ্ধতিতে মেনে চললেই আপনি সহজেই আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা দেখে নিতে পারবেন।