নিজস্ব প্রতিবেদন : ভোট দেওয়ার জন্য পড়িমড়ি করে ভোট কেন্দ্রে ছুটে যাওয়া, লাইনে দাঁড়ানো সহ একাধিক ঝামেলা থেকে এবার মিলতে চলেছে মুক্তি। দেশের যেকোনো প্রান্ত থেকে বাড়িতে বসেই ভোট দেওয়ার জন্য উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রিমোট ভোটিং ব্যবস্থা আনতে চলেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থাপনার বিষয়ে খুব তাড়াতাড়ি মহড়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে।
ভবিষ্যতের কথা ভেবে নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করার পরিকল্পনা হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই এই রিমোট ভোটিং পরিকল্পনা নিয়ে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। মূলত ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষেই এই ঘোষণা করেছেন তিনি।
সুনিল আরোরা জানিয়েছেন, “রিমোট ভোটিং ব্যবস্থাপনার বিষয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বর্তমানে গবেষণার পর্যায়ে রয়েছে। এই গবেষণার সাথে যুক্ত রয়েছেন আইআইটি মাদ্রাজ সহ বেশ কিছু উন্নত প্রযুক্তি সম্পন্ন সংগঠন। উন্নত প্রযুক্তির মাধ্যমে এই কাজ দ্রুত এগোচ্ছে এবং এর মহড়া খুব তাড়াতাড়ি শুরু হবে।”
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, পড়াশোনা সহ কর্মসূত্রে বহু মানুষই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর তারা কেবলমাত্র ভোট দেওয়ার জন্য এবং ভৌগলিক প্রতিবন্ধকতার কারণে নির্দিষ্ট কেন্দ্রে ছুটে আসতে পারেন না। সেই সকল মানুষেরা যাতে ভোটদান প্রক্রিয়া থেকে বিরত না হয়ে পড়েন তার জন্য অত্যাধুনিক এই পরিকল্পনা।
প্রসঙ্গত, ভারতীয় নির্বাচন কমিশন দিনদিন আধুনিক হচ্ছে তার প্রমাণ মিলেছে ২০১৮ সালে। যে সময় নির্বাচন কমিশন সি-ভিজিল নামের একটি অ্যাপ লঞ্চ করেছিল। যে অ্যাপের মাধ্যমে কোথাও কোনো নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে কিনা তার অভিযোগ জানানো যায়। সাধারণ মানুষের এই অভিযোগ সরাসরি পৌঁছে যায় কমিশনের কাছে।