নিজস্ব প্রতিবেদন : ‘এই নির্বাচন কমিশনার যেভাবে আসছেন, যেভাবে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা যেভাবে বুথে ঢুকেছিলাম, যেভাবে আমরা ভোটটা করেছিলাম, সেই ভাবে কিন্তু করা যাবে না।’ এমনই বেফাঁস মন্তব্য করতে দেখা গেল তৃণমূলের এক বুথ সভাপতিকে কর্মীসভায়। আর এই বেফাঁস মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার পরেই শোরগোল পড়ে যায়।
জোর করে ভোট করানো নিয়ে এমন বেফাঁস মন্তব্য করেছেন সাঁইথিয়ার ব্লক সভাপতি সাবের আলী। তিনি যখন কর্মীসভায় কর্মীদের উদ্দেশ্য করে এহেন বক্তব্য রাখছিলেন সেই সময় দলেরই কোন এক কর্মী ফেসবুকে লাইক করেন। যেখানে সাবের আলীকে বলতে দেখা যায়, “যেভাবে যে উদ্যোগ নিয়ে কাজকর্মগুলো হচ্ছে ভীষণ গর্বের। কিন্তু নির্বাচনের সময় একটা কড়াকড়ি হচ্ছে। ‘এই নির্বাচন কমিশনার যেভাবে আসছেন, যেভাবে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা যেভাবে বুথে ঢুকেছিলাম, যদিও গোপনীয়। যেভাবে আমরা ভোটটা করেছিলাম, সেই ভাবে কিন্তু করা যাবে না। সেই ভাবে করা যাবে না।”
ভোট করানো প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রত্যেকটা মানুষকে নিয়ে গিয়ে ঢুকে আমরা, অন্য কাউকে ঢুকিয়ে দিতাম বা নিজেরা ঢুকে যেতাম বেপরোয়াভাবে, সেই ভাবে কিন্তু হবে না। যারা আশা কর্মী আছেন তারা থাকবে। বাকি কেউ কিন্তু বুথে ঢুকবে না।”
বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের একাধিকবার শাসকদলের বিরুদ্ধে জোর করে মোট করানোর অভিযোগ তুলতে দেখা গিয়েছে। আর এই অভিযোগের মাঝেই খোদ তৃণমূল ব্লক সভাপতির এমন বেফাঁস মন্তব্য স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরকে।
পাশাপাশি রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি এবারের নির্বাচন কমিশনের কড়াকড়ি নিয়ে আশঙ্কার দানা বাঁধছে বীরভূমের তৃণমূল শিবিরে?