নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বাংলায় ফের পা রাখতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার এই সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছে একাধিক তৃণমূল বিধায়ক সহ নেতার বিজেপিতে যোগ দানের। গত বঙ্গ সফরে যখন অমিত শাহ এসেছিলেন সে সময় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। আর এবারের সফরে যে সকল তৃণমূল বিধায়কের নাম উঠে আসছে তাদের মধ্যে প্রায় নিশ্চিত সদ্য তৃণমূল থেকে বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাংলায় পা রাখার পর ঠাঁসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। ৩০ তারিখ থেকে শুরু হবে তার কর্মসূচি। এরপর ৩১ তারিখ হাওড়া ডুমুরজলায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি জনসভা। আর সেখানেই নাকি বৈশালী ডালমিয়া সহ অন্যান্য তৃণমূল বিধায়ক নেতারা অমিত শাহের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিতে পারেন বলে সূত্রের খবর।
বিজেপিতে যোগদানের তালিকায় রয়েছেন বৈশালী ডালমিয়া ছাড়াও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী, পাশাপাশি রয়েছে হাওড়া ও কলকাতা পুর নিগমের বেশকিছু প্রাক্তন কাউন্সিলর। যদিও বিজেপির তরফ থেকে দলীয়ভাবে কারোর নাম মুখে আনা হয়নি।
তবে কারোর নাম মুখে না আনা হলেও বিজেপির তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যোগদানের এই তালিকা ছোটখাটো নয়। তাদের হাতে বিস্তর তালিকা রয়েছে যারা অমিত শাহের হাত ধরে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন। আর এই সকল জল্পনা মাঝেই ৩১ তারিখের দিকে তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহলের একাংশ।