নিজস্ব প্রতিবেদন : ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় হাজার দশেক শূন্য পদে নিয়োগ করা হবে। ঘোষণা মত রাজ্য পুলিশের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বের করা হলো। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টরে মোট ৯,৭২০ পদে নিয়োগ করা হবে।
কোন বিভাগে কত শূন্য পদ
বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, কনস্টেবল পদে নিয়োগ করা হবে ৭,৪৪০ জন। মহিলা কনস্টেবল পদে নিয়োগ হবে ১,১৯২ জন। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে ৭৫৩ জন। মহিলা সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে ১৫০ জন। পুরুষ সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে ১৮৫ জন।
বয়স : প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১লা জানুয়ারি ২০২১-এর মধ্যে ২০ থেকে ২৭ বছর। তপশিলি জাতি ও উপজাতি আবেদনকারীরা বয়সের সর্বোচ্চ সীমা ক্ষেত্রে পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর জাতি আবেদনকারীরা বয়সের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : কনস্টেবল পদের জন্য যেসকল আবেদনকারীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস এবং বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। একইভাবে সাব-ইন্সপেক্টর পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমতুল্য ডিগ্রী।
আবেদন ফি : কনস্টেবল পদে আবেদনের জন্য আবেদন ফি লাগবে ১৭৫ টাকা থেকে ২০৬ টাকা। সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য আবেদন ফি লাগবে ২৭৫ থেকে ৩০৬ টাকা। প্রতিটি পদে তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের আবেদন ফি লাগবে মাত্র ২০ টাকা।
আবেদন পদ্ধতি এবং আবেদন করার শেষ সময় সীমা : অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা।