নিজস্ব প্রতিবেদন : লকডাউন সময়কাল থেকে দীর্ঘ ১১ মাস পর অবশেষে পুনরায় চালু হতে চলেছে হুল এক্সপ্রেস সহ আরও চার জোড়া নন-সাবার্বান ট্রেন। পূর্ব রেলের তরফ থেকে এমন সুখবর দেওয়া হয়েছে শনিবার। প্রতিটি ট্রেন চালু হবে আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে বলে জানা গিয়েছে রেল সূত্রে।
হুল এক্সপ্রেস ছাড়াও চালু হচ্ছে আজিমগঞ্জ থেকে নিমতিতা প্যাসেঞ্জার। চালু হচ্ছে কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার। এছাড়াও চালু হচ্ছে কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার। তবে পুনরায় এই চারটি প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের চাকা পুনরায় গড়াবে তার কোন দিশা দেখাতে পারেনি পূর্ব রেল। ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার এবং হুল এক্সপ্রেস চালুর দাবিতে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল ছাড়াও একাধিক সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দেওয়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সময়সূচী
হুল এক্সপ্রেস : ২রা ফেব্রুয়ারি থেকে প্রতিদিন চলবে এই হুল এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে। সিউড়ি পৌঁছাবে সকাল ১১ টা ৫ মিনিটে। স্টপেজ রয়েছে ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, উখড়া, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর। সিউড়ি থেকে ছাড়বে দুপুর ১ টা ৪০ মিনিটে। হাওড়া পৌঁছাবে বৈকাল ৬ টায়।
আজিমগঞ্জ নিমতিতা প্যাসেঞ্জার : আজিমগঞ্জ থেকে ছাড়বে রাত ২ টো ৪৫ মিনিটে। নিমতিতা পৌঁছাবে রাত ৩টে ৫৫ মিনিটে। নিমতিতা থেকে ছাড়বে বিকাল ৬ টা ১৫ মিনিটে। আজিমগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে।
কাটোয়া আহমেদপুর প্যাসেঞ্জার : কাটোয়া থেকে ছাড়বে সকাল ৮ টা ২০ মিনিটে এবং আহমেদপুর পৌঁছাবে সকাল ১০ টায়। সকাল ১০ টা ২০ মিনিটে ট্রেনটি আহমেদপুর ছেড়ে কাটোয়া থেকে রওনা দেবে। কাটোয়া পৌঁছাবে দুপুর ১২ টা ৫ মিনিটে।
— Eastern Railway (@EasternRailway) January 29, 2021
কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার : কাটোয়া থেকে ছাড়বে দুপুর ১ টা ৫ মিনিটে। নিমতিতা পৌঁছাবে বিকাল ৪ টা ৩০ মিনিটে। নিমতিতা থেকে ছাড়বে ভোর ৪ টে ৩৫ মিনিটে। কাটোয়া পৌঁছাবে সকাল ৭ টা ৪৪ মিনিটে।