শুধু ঠেঙিয়ে নয়, মেরে ঠেঙিয়ে পগার পার করার নিদান অনুব্রতর মুখে

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : অনুব্রত মণ্ডল মানেই বঙ্গ রাজনীতির অন্যতম বিতর্কিত ব্যক্তি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হোক অথবা বিধানসভা, প্রতি ক্ষেত্রেই তাকেই বিতর্কিত নিদান দিতে দেখা যায়। আর এবারও সেই বিতর্কিত নিদান।

Advertisements

Advertisements

দিন কয়েক আগেই অনুব্রত মণ্ডল বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করার নিদান দিয়েছিলেন। যার পরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। আর এবার এই বিতর্ককে আরও উস্কে দিলো, ঠেঙিয়ে পগার পারে সাথে ‘মেরে’ কথাটি সংযুক্ত হওয়ায়।

Advertisements

রবিবার ইলামবাজারে তৃণমূলের সভা থেকে এই ‘মেরে’ কথাটি সংযুক্ত করে তিনি বলেন, “এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট। কারোর কথা না শুনে ভুল না করে ভোট দেবেন তো? মা বোনেরা ঠিক আছেন তো? তাহলে মেরে ঠেঙিয়ে পগার পার করে দিন।”

পাশাপাশি কর্মীদের চাঙ্গা করতে তিনি এই সভা মঞ্চ থেকেই পুনরায় বলেন, “খেলা হবে। খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। ভ’য়ঙ্কর খেলা হবে।”

অন্যদিকে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে একাধিক তৃণমূল নেতা-কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ফলে দলের কোন ক্ষতি হবে কিনা এই প্রশ্ন উঠলে অনুব্রত মণ্ডল বলেন, “এখন গাছের পাতা ঝরে। পাতাগুলো ঝরে গেলে গাছটা বুড়ো লাগে। তৃণমূল কংগ্রেসের নতুন জন্ম হবে। নতুন পাতা বেরোবে।”

পাশাপাশি তিনি বলেন, “কে গেলো আর কে এলো। নেতা গেলে দলের কিছু বয়ে যায় না। কিচ্ছু বয়ে যায় না। ভোটটা হবে মমতা ব্যানার্জিকে দেখে। দু’পয়সার নেতাদের কোন দাম নাই। একটাই দাম মমতা ব্যানার্জি। আর এখন তো গাছের পাতা ঝরে। পাতা তো ঝরবেই। ঝরতে দাও।”

Advertisements