নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসের সমাপ্তি, ফেব্রুয়ারি মাস শুরু হতে চললেও কনকনে ঠাণ্ডা থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা বেশকিছু জেলায় ৭ ডিগ্রি কাছাকাছি নামার পাশাপাশি শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কনকনে ঠান্ডার এই পরিস্থিতি আগামী দিন পাঁচেক বজায় থাকবে বলেই পূর্বাভাস।
গতকালকের তুলনায় এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি। আগামী বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস।
শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। রবিবারের পর সোমবারও একই রকম ঠান্ডার প্রভাব থাকবে। মঙ্গলবার কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী ৭ দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ পারদ উঠতে পারে ১২ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ সারা সপ্তাহ জুড়েই বজায় থাকবে ঠান্ডার প্রকোপ।
পাশাপাশি একই রকম পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। সোমবার শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায়। পাশাপাশি শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে মালদাতেও। এই সকল জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।