নিজস্ব প্রতিবেদন : মাঘ মাসে এই ভাবে শীতকে বাংলা কাঁপাতে সচরাচর দেখা যায় না। তবে এই বছর হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা আরও কমলো। পাশাপাশি একাধিক জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। বুধবার পর্যন্ত একই রকম ঠান্ডার প্রকোপ থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। বীরভূমে তাপমাত্রা কমার পাশাপাশি শৈত্যপ্রবাহ বজায় থাকবে বুধবার পর্যন্ত। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে অল্পবিস্তর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি শৈত্যপ্রবাহের প্রকোপ রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ইত্যাদি জেলায় মঙ্গলবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ঠিক একইভাবে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে মালদা জেলাতেও।
হাওয়া অফিসের পূর্বাভাস, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ভাবেই শীতের দাপট বজায় থাকবে। এখনই বাংলা থেকে বিদায় নিচ্ছে না শীত। শীতের প্রকোপ বজায় থাকার পাশাপাশি সকালবেলায় কুয়াশাও লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হতে দেখা যাবে।