নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের প্রাক্কালে পুলিশি তৎপরতায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আটক হলো বীরভূমে। ঘটনায় ২৪ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নাকা চেকিং চালানোকালীন রামপুরহাট দুমকা রাস্তায় ঝনঝনিয়া মোড়ের কাছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ সেই গাড়িটি আটকে চেকিং করা শুরু করলে দেখতে পান ওই বিপুলসংখ্যক ডিটোনেটর।
ঘটনার সাথে সাথেই রামপুরহাট থানার পুলিশ ওই গাড়িটিকে আটক করে। বাজেয়াপ্ত করা হয় চারচাকা ওই গাড়িটিকে এবং গাড়ির মধ্যে থাকা বিস্ফোরকগুলিকে। পাশাপাশি গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
নির্বাচনের আগে এইভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে এই বিপুলসংখ্যক ডিটোনেটর কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।