বিজেপি সাংসদের সুর অনুব্রতর গলায়, পেট্রোলের দাম প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা

Updated on:

Advertisements

চন্দন কর্মকার : ভারতে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রকে খোঁচা দিয়েছিলেন দিন কয়েক আগে। আর সেই খোঁচার সুরই এবার খোদ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। ঠিক যেভাবে সুব্রহ্মণ্যম স্বামী পেট্রোলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রাম, রাবণ ও সীতার প্রসঙ্গ টেনেছিলেন তেমনটাই বৃহস্পতিবার শোনাতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

Advertisements

Advertisements

সুব্রহ্মণ্যম স্বামী পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে দিন কয়েক আগে কেন্দ্রকে খোঁচা দিয়ে একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, “পেট্রোলের দাম রামের ভারতে ৯৩ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় ৫১ টাকা।” এই টুইটের মাধ্যমে সুব্রহ্মণ্যম স্বামী যে পরোক্ষ ভাবে তাঁর নিজের দল বিজেপিরই সমালোচনা করেছেন তা নিয়ে কোনও সংশয় নেই বলেই রাজনৈতিক বোদ্ধাদের। তবে সেই একই সুর অনুব্রত মণ্ডলের গলায়! অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন এদিন?

Advertisements

বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার আহমেদপুরে তৃণমূলের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, “রাম আছে ভারতে। আর রাবণ আছে কিন্তু শ্রীলঙ্কায়। সেখানে তেলের দাম ৫১ টাকা। আর এখানে তেলের দাম ৯১ টাকা। রামের জায়গায় ৯১, রাবণের জায়গায় ৫১ টাকা তেলের দাম।”

তবে এই পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সাংসদের সুরে রাম ও রাবণের প্রসঙ্গ টানলেও অনুব্রত মন্ডলের নতুন সংযোজন পাকিস্তান এবং বাংলাদেশ। তিনি বলেন, “পাকিস্তানে তেলের দাম কত? ৪৮। নেপালে তেলের দাম কত? ৫১। আর বাংলাদেশে তেলের দাম কত? ৫১। ভারতে তেলের দাম কত? ৯১। কেন বলতো? অপদার্থ প্রধানমন্ত্রী বসে আছে আবার তেলের দাম বাড়িয়েছে। এর মত অপদার্থ প্রধানমন্ত্রী কোথাও দেখি নাই। লাস্ট পর্যন্ত ভারতবর্ষটাকে বিক্রিই করে দেবে। বাংলায় পারবে ভারতকে পথ দেখাতে।”

Advertisements