নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট পেশ করেন। অন্তর্বর্তী এই বাজেটে তিনি একাধিক ঘোষণার পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন। রাজ্যের কৃষকদের জন্য কৃষকবন্ধু প্রকল্পের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ভাতা বৃদ্ধি করার ঘোষণা করলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্প দ্রুত চালু করার অনুরোধ করলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কৃষকবন্ধু প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন এই প্রকল্পের সুবিধা এবার পাবেন ভাগচাষীরাও। অন্যদিকে কৃষকদের ১০০০ টাকা করে বার্ষিক ভাতা বৃদ্ধি করার ঘোষণা করতে শোনা গেল তাকে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা চাষীদের বার্ষিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হলো। অন্যদিকে ন্যূনতম সহায়তা মূল্য ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হলো ৩ হাজার টাকা। আর এই নতুন বরাদ্দ আগামী জুন মাস থেকে চালু হবে বলে জানান তিনি।
ভোটের আগে কৃষকদের প্রতি দরদী মনোভাব এবং নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলাকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম থেকেই দেখা গিয়েছে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকতে।