নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসে জাঁকিয়ে শীতের পর শনিবার অনেকটাই তাপমাত্রা বাড়লো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে তাপমাত্রা বাড়লেও এখনই শীত বিদায় নিচ্ছে না এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বরং সোমবার থেকে রাজ্যজুড়ে ফের তাপমাত্রার পারদ নামার সম্ভাবনার কথা বলা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস শনি এবং রবিবার রাজ্যের তাপমাত্রার পারদ বাড়বে। তাপমাত্রার পারদ বাড়ার মূলে রয়েছে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিন রাত থেকেই মেঘলা আকাশের দেখা মিলবে বলে পূর্বাভাস। শনিবার রাতে অথবা রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও বিকাল থেকে আজ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আর এর পরেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। বৃষ্টির দেখা রবিবারও মিলতে পারে এমনও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। আর এর পর সোমবার থেকে বুধবার পর্যন্ত নতুন করে শীতের আরও একটি ইনিংস লক্ষ্য করা যেতে পারে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৯%।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট।
অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতা ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। অন্যদিকে আবার বীরভূম এবং মুর্শিদাবাদে শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।