নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা বা বিজেপির রথযাত্রার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনামাফিক ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় এই রথযাত্রার সূচনা হয়েছে। রাঢ়বঙ্গে আগামীকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রয়েছে এই রথযাত্রার সূচনা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামীকাল রাঢ়বঙ্গের রথ যাত্রার সূচনা হবে তারাপীঠ থেকে। সূচনা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারই প্রস্তুতি তুঙ্গে তারাপীঠ এলাকায়। রথযাত্রার এই সূচনায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।
সূচি হিসাবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেপি নাড্ডা সকাল ১১:৫৫ মিনিটে তারাপীঠ চিলের মাঠে হেলিকপ্টারে নামবে। ১২ টা ১২:১০-এর মধ্যে তারাপীঠ মন্দির যাবেন। সেখানে ১২:২০ পর্যন্ত তারা মায়ের পূজা দেবেন। ১২:৩০ মিনিট থেকে ১:৩০ পর্যন্ত চিলের মাঠে পরিবর্তন যাত্রা সূচনা ও সভা করবেন। তবে এই নির্ধারিত সময়ের কিছু হেরফের হতে পারে বলেও জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।
বিজেপির এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রার প্রস্তুতি হিসেবে দিন কয়েক ধরেই চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে চিলের মাঠে। গোটা মাঠ সাজিয়ে তোলার পাশাপাশি যেন কোথাও কোনো রকম খামতি না থাকে তার জন্য বিজেপির জেলা এবং রাজ্যস্তরের নেতারা বারংবার পরিদর্শনে আসছেন।
বিজেপির তরফ থেকে অনুব্রত গড়ে রথযাত্রার সূচনার মাধ্যমেই আসন্ন বিধানসভায় পরিবর্তনের বার্তা দেওয়া হবে। যদিও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এই রথযাত্রাকে কটাক্ষ করে বলেছেন, “ওরা রথযাত্রায় নাচবে আর তারপর আমি আমার খেলা দেখাবো।”