বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের জেলাশাসক সহ ব্যাপক প্রশাসনিক রদবদল রাজ্যে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রশাসনিক ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরেই রদবদল শুরু হয়েছে রাজ্যে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যাতে দেখা যাচ্ছে বীরভূমের জেলাশাসক সহ রাজ্যের একাধিক প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। নির্বাচনের আগে এই রদবদল বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements

Advertisements

গত বছর নভেম্বর মাসের ৩ তারিখ তৎকালীন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুর জায়গায় আসেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ডঃ বিজয় ভারতী। এরপর মাত্র চার মাসের মধ্যে তাকে অন্যত্র স্থলাভিষিক্ত করা হলো। তার জায়গায় বীরভূমের জেলাশাসক হিসেবে আসছেন দেবীপ্রসাদ কারানাম। দেবীপ্রসাদ কারানাম ছিলেন বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের এমডি।

Advertisements

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং হুগলির জেলাশাসক বদলির যে নির্দেশিকা বের করা হয়েছিল সেই নির্দেশিকা বাতিল করে নিখিল নির্মল এবং দীপপ্রিয়া পি-কে জেলাশাসক করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রেও এমন একাধিক রদবদল ঘটেছে। বিভিন্ন হাসপাতালে সুপারদের রদবদলের পাশাপাশি রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হলো নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সুপার করবী বড়ালকে।

Advertisements