হিমাদ্রি মণ্ডল : বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব! সেই প্রশ্ন উঠছে সিউড়ির বিজেপি যুব মোর্চার বেশকিছু যুবকের পদক্ষেপ দেখে। প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।
কারণ দিন কয়েক আগেই বিজেপির যুব মোর্চার দুই পক্ষের মধ্যে সিউড়িতে ঝামেলা হয়। যার পরেই দেখা গেল বুধবার বীরভূম জেলা বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি অনিন্দ্য সিংহ যোগ দিলেন তৃণমূলে। যদিও অনিন্দ্য সিংহ দাবি করেছেন কোনরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে সেদিনের ওই ঝামেলা। তবে আজ তারা স্বইচ্ছায় তৃণমূলে যোগ দিলেন বলেন দাবি করেছেন।
বুধবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের বিডিও অফিসের মাঠে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে কর্মীসভা আয়োজন করা হয়। যেখানেই এই বিজেপি যুব মোর্চার কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। যোগ দেওয়ার পর অনিন্দ্য সিংহ দাবি করেছেন, ‘৪০০ জন যুব মোর্চার কর্মী বিজেপি ছেড়ে দিন তৃণমূলে যোগ দিলো’।
[aaroporuntag]
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, “২০১১ সাল থেকে আমি বিজেপি করে আসছি। বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতিও ছিলাম। তবে বিজেপি নেতৃত্ব যাদের দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে আমার মনে হয় তাদের দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। যে কারণে আজ আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং কেষ্ট দার অনুপ্রেরণায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”