হিমাদ্রি মন্ডল : বুধবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে অনুব্রত গড়। পরপর দুই জায়গাই এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে বীরভূমের সদর শহর সিউড়িতে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে সাঁইথিয়া বিধানসভা এলাকায় শ্রীনিধিপুর গ্রামে। দুটি ঘটনাতেই দুই পক্ষের তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সিউড়িতে প্রথম ঘটনা ঘটে চৈতালি মোড়ে দলীয় পতাকাকে কেন্দ্র করে। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় বিজেপির কর্মীরা। যদিও বিজেপির অভিযোগ, কারোর দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়নি বরং আজ সিউড়িতে বিজেপির রথযাত্রা উপলক্ষে বিজেপির পতাকা টাঙ্গানো হচ্ছিল। সেই পতাকা টাঙাতে বাধা দেয় তৃণমূল কর্মীরা।
এই ঘটনায় দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে এবং হাতাহাতি হয়। ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক বিজেপি কর্মীকে সিউড়ি থানার পুলিশ আটক করেছে।
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার শ্রীনিধিপুর গ্রামে কালীপুজোকে কেন্দ্র করে। এই গ্রামে একটি কালীপুজোয় খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। যেখানে বিজেপি কর্মীদের অভিযোগ, পার্টিগত কারণে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের গায়ে গরম জল ফেলে দেয়। ঘটনায় সন্তু ডোম এবং মাখন ডোম নামে দুই ব্যক্তি আহত অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
[aaroporuntag]
যদিও সাঁইথিয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনার পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি তদারকি করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।