নিজস্ব প্রতিবেদন : চলতি বছর শীত দীর্ঘ কয়েক বছরের বেশ কিছু রেকর্ড ভেঙেছে। পাশাপাশি তার চরম খামখেয়ালীপনা লক্ষ্য করেছে বাংলা। প্রথমদিকে বাংলাকে জাঁকিয়ে ধরলেও মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে মনে করা হচ্ছিলো শীতের অকালবোধন হয়ে গেল। তবে জানুয়ারি মাসের মাঝে থেকে পুনরায় শীতের দাপট লক্ষ্য করা যায়। আর সেই ইনিংস চলতে থাকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে এবার বিদায় ঘন্টা বেজে গেছে শীতের। দিনক্ষণ জানিয়ে এমনটাই পূর্বাভাস দিলো হওয়া অফিস।
শুক্রবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। আর এদিনের এই তাপমাত্রা রাজ্যের প্রতিটি জেলাতেই কম করে ৩ থেকে ৪ ডিগ্রি বেড়েছে।
পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যজুড়ে আরও চড়বে তাপমাত্রা। কম করে ৩ থেকে ৪ ডিগ্রী তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এর পরেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস পাকাপোক্তভাবে চলতি বছরের জন্য বিদায় নিতে চলেছে শীত।
[aaroporuntag]
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। তবে চলতি সপ্তাহে বৃষ্টির কোনরকম পূর্বাভাস নেই। পাশাপাশি উত্তরে হওয়ার অবাধ প্রবেশ বন্ধ হচ্ছে। আর এই সকল পরিস্থিতির উপর নজর রেখেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই শীতের বিদায় টের পাবে বাংলা।