নিজস্ব প্রতিবেদন : বাংলা থেকে এক প্রকার বিদায় নিয়েছে শীত। দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যা হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আর এরই মাঝে সোমবার হাওয়া অফিসের তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো। এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার দিনভর মেঘলা আকাশ থাকার পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গে আগামী তিন দিন বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়।
[aaroporuntag]
তবে শুধু উত্তরবঙ্গ নয়, আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড এবং ওড়িশা লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। যদিও কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই।