নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। আর এই স্লোগানই এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চায় পরিণত হয়েছে। আর নির্বাচন কমিশন! নির্বাচন কমিশন আগেই কড়া বার্তা দিয়েছে রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার। আর সেই মোতাবেক ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হতে চলেছে ১২৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় এই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যাদের জেলায় জেলায় পাঠানোর পর প্রথমেই টিকাকরণ করা হবে এবং এরপর তারা সেই সকল জেলার ভৌগলিক অবস্থান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন এবং তাদের থেকে সুবিধা অসুবিধার কথা জানবেন।
নির্ঘন্ট ঘোষণার আগে এই ১২৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৫ কোম্পানি মোতায়েন করা হবে বীরভূমে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে কোম্পানির সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যাবে। জানা যাচ্ছে এক কোম্পানিতে প্রায় ৮০ জন বা তার বেশি সেনা জওয়ান থাকতে পারেন। চলুন দেখে নেওয়া যাক বাকি অন্যান্য জেলা বা এলাকার ক্ষেত্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে নির্ঘণ্ট প্রকাশের আগে।
[aaroporuntag]
দার্জিলিং ৬, শিলিগুড়ি পিসি ৩, কালিংপং ৩, কোচবিহার ৩, আলিপুরদুয়ার ২, জলপাইগুড়ি ৩, ইসলামপুর পিডি ২, রায়গঞ্জ ২, দক্ষিণ দিনাজপুর ২, মালদা ৫, মুর্শিদাবাদ ৫, জঙ্গিপুর ২, কৃষ্ণনগর ৩, রানাঘাট ২, হাওড়া পিসি ৪, হাওড়া রুরাল ২, হুগলি ৪, চন্দননগর পিসি ৫, কলকাতা ৩, বারাসাত পিডি ৩, বাগনান পিডি ২, ব্যারাকপুর পিসি ৫, বিধাননগর পিসি ২, বারুইপুর ২, ডায়মন্ডহারবার ২, সুন্দরবন ২, পূর্ব মেদিনীপুর ৫, পশ্চিম মেদিনীপুর ৫, পূর্ব বর্ধমান ৩, এডিপিসি ৫, ঝাড়গ্রাম ৯, বাঁকুড়া ৩ পুরুলিয়া ৯।