নিজস্ব প্রতিবেদন : অভিজ্ঞতার নিরিখে তাদের কোথাও খামতি নেই। তবে কখনো কখনো অভিজ্ঞতার বাইরে বেরিয়ে যুগের সাথে তাল মেলাতে হয়। আর এমনটাই এবার করে দেখালো বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কর্মী সমর্থকরা মেতেছেন ‘খেলা হবে’, ঠিক তখনই বামেদের তরফ থেকেও অভিনব প্রচার শুরু করতে দেখা গেল। আর এবার তারা প্রচারের জন্য বেছে নিলেন বহুল প্রচলিত ‘টুম্পা সোনা’ গান।
সম্প্রতি ভোটের আগে বামেদের ব্রিগেডের মেগা প্রচারের জন্য ‘টুম্পা সোনা’ গানের আদলে অভিনব প্রচার শুরু করা হয়েছে। আর সেই এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরার সাথে সাথেই ভাইরালও হয়ে পড়েছে।
গানের সুর এবং তাল একই রাখা হলেও গানের প্রতিটি কথাই বদলে দেওয়া হয়েছে প্রচারের জন্য। বামেদের এই গানে তৃণমূল এবং বিজেপিকে একহাত নেওয়া হয়েছে। যেখানে গতবার নির্বাচন থেকে শুরু করে চাকরি, দুর্নীতি সবকিছুই তুলে ধরা হয়েছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে বাম ও কংগ্রেসের জোটের আসন্ন ব্রিগেড সমাবেশের কথা। বলা হচ্ছে, “টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব/টুম্পা/২৮ শে তুলব আওয়াজ/টুম্পা/মোদি-দিদি সব ভোগে যাক।”
প্রসঙ্গত, বামেদের সাথে ব্রিগেডের অঙ্গাঅঙ্গি সম্পর্ক রয়েছে। প্রত্যেক নির্বাচনের আগেই তারা ব্রিগেডের সমাবেশ করে থাকেন। ঊনিশের লোকসভা নির্বাচনের আগেও এই সমাবেশ হয়েছিল। তবে সেবার তারা একা থাকলেও এবার তাদের সাথে জোট বেঁধেছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ। এই তিন দল জোটবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেই আপাতত ইঙ্গিত মিলেছে।
[aaroporuntag]
যে কারণে তিন দলের সমাবেশের পরিপ্রেক্ষিতে আসন্ন ২৮শে ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ লক্ষ্য অন্যান্য ব্রিগেডের তুলনায় একটু হলেও বেশি। লক্ষ্য বেশি থাকার পাশাপাশি তারা এই ব্রিগেড সমাবেশ নিয়ে বেশ আশাবাদীও। তবে এসবের মাঝেই নতুন ‘টুম্পা সোনা’ গানের আদলে বামেদের প্রচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।