নিজস্ব প্রতিবেদন : দেশে দিন দিন রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের দাম ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। আর এই মূল্যবৃদ্ধি নিয়ে এবার কড়া আক্রমণ শানালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আক্রমণ শানাতে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কদর্য ভাষার প্রয়োগও করলেন। ভরা সভায় তার মুখ থেকে বেরিয়ে এলো ‘মোদির দাড়ি বাড়ার সাথে সাথে তিনটে জিনিসের দাম বাড়ছে’।
শনিবার সাঁইথিয়ার ফায়ার ব্রিগেড মাঠে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে একটি সমাবেশ হয়। যে সমাবেশে অনুব্রত মণ্ডল রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “গ্যাসের দাম কত? আর তুমি কি বলেছিলে এই মা বোনেদের? আমি কষ্ট দেখতে পারিনা। ভন্ড প্রধানমন্ত্রী। তুমি বলেছিলে না, গ্যাসে ভর্তুকি দেব? তুমি জীবনে দাও নাই।”
এরপরেই এই মূল্যবৃদ্ধি নিয়ে মোদির দাড়ির প্রসঙ্গ টেনে আনেন অনুব্রত মণ্ডল। বলেন, “তোমার যত দাড়ি বাড়ছে ততোই পেট্রোল, গ্যাস আর ডিজেলের দাম বাড়ছে। তোমার যতই দাড়ি বাড়ছে তিনটে জিনিসের দাম বাড়ছে। তোমার লজ্জা লাগেনা নরেন্দ্র মোদি। তুমি মিথ্যা কথা বলে ভোট নিয়েছিলে এই ভারতবাসীর কাছে।”
একইভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও শনিবার রামপুরহাটের সরব হতে দেখা যায়। তবে অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি। তার কথায়, “দিদি জাতে মাতাল তালে ঠিক। ইচ্ছে করলে পেট্রোল ডিজেলের উপর সেল ট্যাক্সটা কমাতে পারতো। কিন্তু তা করে নাই।”
[aaroporuntag]
প্রসঙ্গত, দেশজুড়ে বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেতে পেতে বর্তমানে তা একশোর কাছাকাছি পৌঁছে গেছে। এমত অবস্থায় প্রত্যেক বিরোধী শিবির কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। একাধিক জায়গায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটছে। এমত অবস্থায় কেন্দ্র সরকার কী পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।