বাংলায় ‘বাংলা কেমন আছে?’, অনুপমের কাছে খোঁজ প্রধানমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি তরজা জমে উঠেছে। দুই শিবিরই দৃঢ় প্রতিজ্ঞ তাদের হাতেই আসতে চলেছে বাংলার ক্ষমতা। কি হবে তা বলবে ভবিষ্যৎ। তবে এই মত অবস্থাতেই বাংলার খবর বাঙলাতেই নিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এমনটাই দাবি বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার।

Advertisements

বিজেপি নেতা অনুপম হাজরা তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন। যে পোস্টে তাকে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। আসলে রবিবার দিল্লিতে ছিল বিজেপির জাতীয় বৈঠক। আর সেই বৈঠকেই সামনাসামনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অনুপম হাজরা। তবে প্রধানমন্ত্রীর সাথে অনুপম হাজরার সাক্ষাৎ এই প্রথম নয়। তাহলেও এই সাক্ষাত বেশ তাৎপর্যমণ্ডিত। কারণে রয়েছে প্রধানমন্ত্রীর একটি প্রশ্ন।

Advertisements

Advertisements

কি সেই প্রশ্ন? অনুপম হাজরা তার ফেসবুক পোস্টে লিখেছেন, “দেখা হতেই, পরিষ্কার বাংলায়, মাননীয় প্রধানমন্ত্রী জি’র প্রথম প্রশ্ন “আমার বাংলা কেমন আছে?” – এখান থেকেই স্পষ্ট, 2021শে বাংলায় আসন্ন নির্বাচনে বাংলা এবং বাঙালির প্রতি ওনার দৃঢ় বিশ্বাস…!!!”

অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে এদিন অনুপম হাজরার সাক্ষাৎ হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপম হাজরাকে বাংলায় ‘বাংলা কেমন আছে?’ তা জিজ্ঞাসা করেন। এটাই হলো তাৎপর্যের মূল কেন্দ্রবিন্দু।

[aaroporuntag]
অন্যদিকে আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। হুগলির ডানলপে রয়েছে তার জনসভা। পাশাপাশি তিনি আগামীকাল উদ্বোধন করবেন দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রোর। এছাড়াও বেশকিছু রেলের প্রকল্পের উদ্বোধন হবে তার হাত ধরে। আর এই উদ্বোধন প্রসঙ্গে আগাম ঘোষণা করতে দেখা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকেই। তিনি রবিবার টুইট করে এই ঘোষণা করেছেন।

Advertisements