পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য, পথে নামলো কেন্দ্রও

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দাম নাভিশ্বাস পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত মানুষদের। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের তৃণমূল সরকার যেমন কেন্দ্রকে দোষারোপ করছে, ঠিক তেমনই আবার কংগ্রেস থেকে বাম নেতারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছে। তবে রবিবার ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements

Advertisements

রবিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, সাধারণ মানুষের বোঝা লাঘব করতে রবিবার রাত থেকে পেট্রোল ও ডিজেলের উপর রাজ্য সরকারের চাপানো সেস ১ টাকা করে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ রবিবার রাতের পর থেকে পেট্রোল এবং ডিজেলের দাম পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এক টাকা করে কম খরচ বহন করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

তবে রাজ্যের তৃণমূল সরকারের এমন ঘোষণার পাশাপাশি বসে নেই কেন্দ্র সরকারও। যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো দাম কমানোর পরিপেক্ষিতে কোনরকম ঘোষণা করা হয়নি। তবে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিকে উদ্বেগজনক বলে জানান। এর পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম যাতে কমানো যায় তার জন্য রাজ্যগুলির সাথে আলোচনাও চায় বলে জানিয়েছেন তিনি।

নির্মলা সীতারমণ এদিন বলেন, “এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে জ্বালানির দাম কমানো ছাড়া কাউকেই সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের সকলকে এক সঙ্গে আলোচনায় বসা উচিত। যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য এবং যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।” তবে জ্বালানির দাম নিয়ন্ত্রণ যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে নেই তাও বুঝিয়ে দেন তিনি।

[aaroporuntag]
এমত পরিস্থিতিতে আগামী দিনে জ্বালানির দাম কোন জায়গায় পৌঁছাবে তা নিয়ে দেশের মানুষদের মধ্যে কৌতূহলের পাশাপাশি রীতিমতো উদ্বেগ বাড়ছে। আর রবিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দাম কমানোর পদক্ষেপ পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এহেন মন্তব্য কিছুটা হলেও আশার আলো যোগাচ্ছে দেশের মানুষকে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisements