ফের দাম বাড়লো রান্নার গ্যাসের, রইলো সিলিন্ডার প্রতি নতুন দাম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাস বর্তমানে যেন মহামূল্যবান রত্নে পরিণত হয়েছে। সকাল বেলায় ঘুম থেকে উঠেই প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে এই তিনটি জিনিসের দাম বেড়েছে। আর বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালানো নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত পরিবারের কাছে।

Advertisements

Advertisements

চলতি বছর ফেব্রুয়ারি মাসে তিন দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হলো গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। প্রথম দফায় ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ, পরে আবার ১৫ তারিখ, আর এবার মাস শেষ হতে না হতেই ২৫ তারিখে তৃতীয়বারের জন্য রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হলো। প্রথম দফায় বৃদ্ধি করা হয়েছিল ৫০ টাকা। দ্বিতীয় দফায় বৃদ্ধি পায় ২৫ টাকা আর তৃতীয় দফায় পুনরায় ২৫ টাকা দাম বৃদ্ধি পেল। হিসেব অনুযায়ী শুধু ফেব্রুয়ারি মাসেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ১০০ টাকা।

Advertisements

ফেব্রুয়ারি মাসের তৃতীয় দফার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর কলকাতায় এর দাম দাঁড়ালো ৮২০.৫০ টাকা। আর রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে এই দামের আরও হেরফের লক্ষ্য করা গেছে। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্তমানে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে।

জেলাভিত্তিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

বাঁকুড়া : ৮৩২.৫০ টাকা, বীরভূম : ৮৪৩.৫০ টাকা, আলিপুরদুয়ার : ৮৪৭.৫০ টাকা, কোচবিহার : ৮৪৭.৫০ টাকা, দক্ষিণ দিনাজপুর : ৮৯২.৫০ টাকা, দার্জিলিং : ৮৪৭.৫০ টাকা, হুগলি : ৮২৩.৫০ টাকা, হাওড়া : ৮২২ টাকা।

[aaroporuntag]
জলপাইগুড়ি : ৮৪৭.৫০ টাকা, ঝাড়গ্রাম : ৮১৩ টাকা, কালিম্পং : ৯৫০ টাকা, কলকাতা : ৮২০.৫০ টাকা, মালদা : ৮৯১.৫০ টাকা, মুর্শিদাবাদ : ৮৩৮ টাকা, নদীয়া : ৮২১ টাকা, উত্তর ২৪ পরগনা : ৮২০.৫০ টাকা, পশ্চিম বর্ধমান : ৮৩৪ টাকা, পশ্চিম মেদিনীপুর : ৮১৩ টাকা, পূর্ব বর্ধমান : ৮৩৪ টাকা, পুরুলিয়া : ৮৪৯.৫০ টাকা, দক্ষিণ ২৪ পরগনা : ৮২০.৫০ টাকা, উত্তর দিনাজপুর : ৮৯২.৫০ টাকা।

Advertisements