ভোট ঘোষণা হতেই ফের চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের, পাল্টা বিজেপি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিকার প্রশান্ত কিশোরকে সচরাচর প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় না। তবে প্রথমবার তিনি টুইটে মুখ খুলেছিলেন যখন একাধিক তৃণমূল নেতা মন্ত্রীরা দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছিলেন ঠিক সেই সময়। সেই সময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে টুইটে লিখেছিলেন, “দুই অঙ্কের ফিগার পেরোতে পারবে না বিজেপি।” অর্থাৎ তার কথাই ছিল বিজেপি আগামী বিধানসভায় একশ’র বেশি আসন পাবে না। এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি তিনি তার এই টুইট সেভ করে রেখে দিতে বলেছিলেন এবং বলেছিলেন যদি না মেলে তাহলে তিনি এই পেশা ছেড়ে দেবেন।

Advertisements

ঠিক একইভাবে শুক্রবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর শনিবার সকালে পুনরায় প্রশান্ত কিশোরকে মুখ খুলতে দেখা গেল। আর এবারও তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। বাংলায় তৃণমূল পুনরায় শাসনে আসার বিষয়ে ১০০% আশাবাদী তিনি। আর এই আশাবাদ থেকেই তার চ্যালেঞ্জ। তবে প্রশান্ত কিশোরের এই চ্যালেঞ্জের পাল্টা দিতে বিজেপির একাধিক নেতা নেত্রীদের দেখা গেছে। গেরুয়া শিবিরও প্রশান্ত কিশোরের এই চ্যালেঞ্জের পাল্টা হিসেবে সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছে।

Advertisements

প্রশান্ত কিশোর শনিবার টুইট করে লেখেন, “বাংলা নিজের মেয়েকেই চায়। আগামী মে মাসের ২ তারিখ মিলিয়ে নেবেন। গণতন্ত্রের এই লড়াইয়ে বাংলার মানুষ সঠিক রিপোর্ট কার্ড বাছাই করবেন।” অর্থাৎ প্রশান্ত কিশোর বুঝিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে পুনরায় মানুষ তৃণমুলকেই বেছে নেবে।

Advertisements

[aaroporuntag]
আর প্রশান্ত কিশোরের এই টুইটের পরেই বিজেপি কর্মী সমর্থক এবং নেতা পাল্টা আসরে নেমে জানিয়েছেন, “বাংলা চার মেয়েকেই চায়, পিসিকে নয়।” অর্থাৎ তারা বুঝিয়ে দিতে চাইছেন মমতা ব্যানার্জিকে মানুষ আর চায়ছে না। পাশাপাশি একাধিক বিজেপি নেতারা দাবি করেছেন, তৃণমূলে অন্দরেই একাধিক নেতাকর্মীদের মধ্যে পিকে’র টিম এবং পিকে টিমের কাজকর্ম নিয়ে ক্ষোভ রয়েছে। ফলে তিনি যতই জেতার দাবি করুন না কেন, তার ফল মিলবে না।”

Advertisements