টলিউড থেকে ক্রিকেট, ভোটে কারা কারা পেতে পারেন তৃণমূলের টিকিট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দলবদলের পালা চলেছে রাজ্য রাজনীতিতে। শাসকদলের একাধিক নেতা মন্ত্রী দল ত্যাগ করে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। ঠিক একইভাবে একাধিক টলি তারকারা সরাসরি রাজনীতিতে পা রাখতে গিয়ে নাম লিখিয়েছেন শাসকদলে। পাশাপাশি শাসকদলে নাম লিখিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। অন্যদিকে শুক্রবার ঘোষণা হয়ে গেছে ভোটের দিনক্ষণ। এমত অবস্থায় প্রতিটি রাজনৈতিক দলই গুটি সাজাতে শুরু করেছে কাকে কাকে টিকিট দেওয়া যেতে পারে লড়াইয়ের জন্য।

Advertisements

Advertisements

তৃণমূলে বরাবরই তারকাদের উপস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর তারা একুশের বিধানসভা নির্বাচনের আগেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে শুধু তৃণমূলই না, একইভাবে তৃণমূলের প্রধান বিরোধী দল বিজেপিতেও ধীরে ধীরে প্রাধান্য বাড়ছে তারকাদের। আর এইসব প্রাধান্য বৃদ্ধি দেখে ধরেই নেওয়া হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা দুই দলের ক্ষেত্রেই তারকাখচিত হতে চলেছে। যার পরে এটাও প্রশ্ন উঠছে যে তারকাদের গ্ল্যামারকে কি ভোটব্যাঙ্কে প্রতিফলিত করতে চাইছে এই দুই দল?

Advertisements

এর উত্তরে বলা যায় তৃণমূলের ক্ষেত্রে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগের একাধিক নির্বাচনেও তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে একাধিক টলি তারকাকে। যে তালিকায় ইতিমধ্যেই জয়ের মুখ দেখেছেন তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, দেবশ্রী রায়ের তারকারা। তবে শুধু জয়ের মুখ নয়, পরাজয়ের মুখও দেখতে হয়েছে। উদাহরণস্বরূপ রয়েছেন মুনমুন সেন, সোহম চক্রবর্তী। তবে তৃণমূল বরাবরই টলি-তারকাদের টিকিট দিয়েছে। আর সেই ধারাবাহিকতা অনুযায়ী একুশের বিধানসভা নির্বাচনে কারা কারা টিকিট পেতে পারেন তা সম্পর্কে কানাঘুষা বেশকিছু খবরও আসতে শুরু করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তারকা তালিকা।

মনোজ তিওয়ারি : কয়েকদিন আগেই ভারতের এই প্রাক্তন ক্রিকেটার হুগলির ডানলপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেন। জল্পনা চলছে তাকে হাওড়ার কোন একটি কেন্দ্রে প্রার্থী হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল।

সায়নী ঘোষ : সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই টলি অভিনেত্রীকে এবারের নির্বাচনে টিকিট দেওয়া হতে পারে বলে কানাঘুষা খবর।

রাজ চক্রবর্তী : পরিচালক রাজ চক্রবর্তী বরাবরই তৃণমূল ঘনিষ্ঠ। তবে গত বুধবার তিনি সরকারিভাবে তৃণমূলের খাতায় নাম লেখান। সম্ভাবনা তৈরি হয়েছে তাকেও এবার টিকিট দেওয়ার।

সোহম চক্রবর্তী : গত বিধানসভা নির্বাচনেও তিনি টিকিট পেয়েছিলেন। তবে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বাম প্রার্থীর কাছে ৬১৬ ভোটে পরাজিত হন। তবে এবার নির্বাচনের আগেই তিনি যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতেই মনে করা হচ্ছে এবারও তাকে টিকিট দেওয়া হবে।

কাঞ্চন মল্লিক : হাস্যকৌতুক এই অভিনেতা কয়েকদিন আগেই তৃণমূলে যোগদান। তাকেও এবার টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

জুন মালিয়া : দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে তার ঘনিষ্ঠতা থাকলেও সদ্য তিনি সরকারিভাবে তৃণমূলে যোগদান। তিনিও এবার টিকিট পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

রনিতা দাস : টেলি দুনিয়ার ‘বাহা’ এবার তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন বলে মনে করা হচ্ছে।

মানালি দে : তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর তালিকায় তার নামও উঠে আসছে।

[aaroporuntag]
তবে এই সকল নাম উঠে এলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার কার নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তাই এখন দেখার। আর এই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি হয়তো আগামী সপ্তাহেই প্রকাশ্যে আসতে পারে।

Advertisements