নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য ফের একবার সুখবরের ডালি নিয়ে হাজির হলো। এবার তারা গৃহঋণের উপর সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রসেসিং ফি-এর ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ছাড়ের ঘোষণা করেছে। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে এই ঘোষণা করা হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে এই সুবিধা পাওয়া যাবে ৩১ শে মার্চ পর্যন্ত। সুবিধা অনুযায়ী গৃহঋণগ্রহীতারা গৃহঋণের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় পাবেন। ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে আগে যেখানে ৬.৯৫ শতাংশ সুদ দিতে হতো সেখানে এখন দিতে হবে ৬.৭০ শতাংশ। ৭৫ লক্ষ টাকার বেশি গৃহঋণ নিলে সে ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী সুদ দিতে হবে ৬.৭৫ শতাংশ। আর এই সুবিধা দেওয়ার পাশাপাশি বর্তমানে কোন প্রসেসিং ফি নেওয়া হবে না।
এছাড়াও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, গৃহঋণ গ্রহীতার এই সুবিধা নির্ভর করবে তার সিবিল স্কোর এবং ঋণের পরিমাণের উপর। পাশাপাশি কোন গ্রাহক যদি YONO App থেকে গৃহঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তিনি আরও পাঁচ বেসিস পয়েন্ট ছাড় পাবেন। এছাড়াও কোন মহিলা যদি গৃহঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তিনি আরও ৫ বেসিস পয়েন্ট পাবেন।
[aaroporuntag]
প্রসঙ্গত, দেশে লকডাউন জারি হওয়ার পর থেকে সাধারণ মানুষের হাতে নগদ টাকার পরিমাণ অনেকটাই কমে গেছে। পাশাপাশি অধিকাংশ মানুষের কমে গেছে রুজি-রোজগার। আর এই জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন ঘোষণা বহু মানুষের উপকারে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই ঘোষণা বহু মানুষকে নিজেদের বাড়ি তৈরীর ক্ষেত্রে উৎসাহ জোগাবে বলে মনে করছেন তারা।