নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগে পর্যন্ত করোনা নিয়ে ভারত স্বস্তির মুখ দেখলেও পুনরায় বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশের একাধিক এলাকায় লকডাউন এবং কড়া কোভিডবিধি আরোপ করা হয়েছে। আর এবার সেই পথেই হাঁটলো ওড়িশা সরকার। ওড়িশায়, বিশেষ করে পুরীতে বহু পূর্ণার্থী বা তীর্থযাত্রীদের আগমন হয়ে থাকে সারা বছর। যে কারণে ওড়িশা সরকারের তরফ থেকে নয়া নিয়ম ঘোষণা করা হলো।
ওড়িশা সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে কোন পর্যটক যদি সেই রাজ্যে প্রবেশ করতে চান তাহলে তাদের বাধ্যতামূলকভাবে কোভিড টেস্ট করিয়ে সেই রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশ করা যাবে। এমন নির্দেশিকা জারি করা হয়েছে দেশের ১২টি রাজ্য থেকে আগতদের জন্য।
যে ১২ টি রাজ্যের কথা বলা হয়েছে সেই ১২ টি রাজ্য হল মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লি, চন্ডিগড়, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ। এছাড়াও আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ওড়িশা সরকারের তরফ থেকে।
[aaroporuntag]
যেমন ওড়িশা ঢোকার আগে কোভিড টেস্ট করানোর পর কোন ব্যক্তি যদি পজেটিভ হন সেক্ষেত্রে তাকে আইসোলেশনে যেতে হবে। পাশাপাশি কেউ টেস্ট না করালে তাকেও বাধ্যতামূলক ভাবে হোম আইসোলেশনে যেতে হবে ৭ দিনের জন্য। এই নিয়ম রাজ্যে যেকোনোভাবে আগত ব্যক্তিদের জন্য জারি করা হয়েছে। অর্থাৎ বাস-ট্রেন অথবা বিমানে আপনি যাতে আসুন না কেন আপনাকে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। তবে এই নতুন নিয়ম কত দিন কার্যকর থাকবে তার সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।